স্যামসাংয়ের স্মার্ট গ্লাস আসছে
- প্রযুক্তি ডেস্ক
- ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গুগলের সাথে যৌথভাবে একটি স্মার্ট গ্লাস তৈরি করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এতে কোয়ালকমের চিপসেট ব্যবহার করা হবে। স্যামসাং গত বছর মিক্সড রিয়ালিটি হেডসেট তৈরির বিষয়ে গুগলের সাথে অংশীদারত্বের ঘোষণা দিয়েছিল। ওই ঘোষণার ভিত্তিতে স্মার্ট গ্লাসটি তৈরি করা হচ্ছে।
সম্প্রতি কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন স্যামসাং গুগলের সাথে অংশীদারত্বের ভিত্তিতে একটি স্মার্ট গ্লাস তৈরির দিকে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, স্মার্ট গ্লাসটি হবে একটি নতুন পণ্য, নতুন অভিজ্ঞতা। এ অংশীদারত্বের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের সাথে মিলিয়ে স্মার্ট গ্লাস কেনার জন্য উৎসাহিত হবেন বলে আশা করি। মেটার তৈরি রে-বেন স্মার্ট গ্লাসের সাফল্যের পেছনে সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (জেনারেটিভ এআই) গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন আমন। এ থেকে ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের স্মার্ট গ্লাসটিতে অন-ডিভাইস ও ক্লাউডের মাধ্যমে এআই ব্যবহার করা যেতে পারে। গত বছর স্যামসাং একটি এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) হেডসেট তৈরির ঘোষণা দিয়েছিল, যা আগামী অক্টোবরে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এক্সআর একটি বৃহদার্থক পরিভাষা। এর মধ্যে অগমেন্টেড রিয়ালিটি (এআর), ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ও মিক্সড রিয়ালিটি (এমআর) অন্তর্ভুক্ত। এর আগে স্যামসাং বাজারে একটি ভিআর হেডসেট উন্মোচন করেছে। ২০২৩ সালের ঘোষণা অনুযায়ী নতুন হেডসেট বাজারে উন্মোচন হলে এটিই হবে স্যামসাংয়ের প্রথম এক্সআর হেডসেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা