২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিক্ষাঙ্গনে মোবাইল ফোন নিষিদ্ধ করছে আয়ারল্যান্ড

-

শিক্ষাঙ্গনে মোবাইল ফোন নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন আয়ারল্যান্ডের শিক্ষামন্ত্রী। বিবেচনাধীন এ পরিকল্পনার আওতায় ফোন নিষিদ্ধ হতে পারে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য। ‘স্মার্টফোন মুক্ত হোক শৈশবকাল’-এই উদ্যোগের অংশ হিসেবে গত বছরই অভিভাবকদের জন্য একটি নীতিমালা প্রকাশ করেছে দেশটির শিক্ষা অধিদফতর।
আয়ারল্যান্ডের রিপাবলিকান দল ফিয়ানা ফেইল সমর্থিত শিক্ষামন্ত্রী নর্মা ফোলি বিভিন্ন স্কুলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে এই তোড়জোড় শুরু করেছেন।
সম্প্রতি উত্তর ডাবলিন শহরের ‘আর্ডসকোয়েল রিস’ স্কুলে বক্তৃতা দেয়ার সময় ফোলি বলেন, মোবাইল ফোনকে ঘিরে বড় আকারের কাজ করেছে সরকার। আমি মোবাইল ফোন ব্যবহাকারীদের সাথে দেখা করেছি। এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের সাথেও দেখা করেছি এবং প্রাথমিক ও এর পরবর্তী সময়ে উভয় ক্ষেত্রেই এ কার্যক্রম চালিয়ে যাবো। তবে এখন আমি এমন একটি অবস্থানে রয়েছি, যেখানে প্রাথমিক-পরবর্তী সময়ে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা জারির কথা ভাবা হচ্ছে। আমার ধারণা, যে বিশ্বে এখন আমরা বাস করছি সে বিশ্ব সম্পর্কে আমরা খুব সচেতন। সব ধরনের গবেষণা, আশপাশের বিভিন্ন উদাহরণ ও গত বছর জাতিসঙ্ঘের করা গবেষণা আমাদের বলছে, স্কুলের পরিবেশে শেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে মোবাইল ফোন।
আমি স্পষ্ট করে বলতে চাই। এ বিষয়ে মাঠ পর্যায় থেকে অনেক কাজ করছে বিভিন্ন স্কুল। মোবাইল ফোনের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন স্কুলের নীতিমালা থাকবে। তবে একইভাবে প্রিন্সিপালদের সাথেও দেখা করে আমি জানতে পেরেছি, মোবাইল ফোন ব্যাগে রাখলেও এর নোটিফিকেশনে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের।


আরো সংবাদ



premium cement