২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইসিটি সাংবাদিক ইমদাদুল হকের ওপর হাইটেক পার্ক কর্তৃপক্ষের হামলা

-


পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক এস এম ইমদাদুল হক গত ১৫ আগস্ট ২০২৪ দুপুরে আগারগাঁও আইসিটি টাওয়ারে যান। দায়িত্ব পালনকালে হাইটেক পার্ক কর্তৃপক্ষের হিসাবরক্ষক মোশাররফ হোসেন পারভেজ ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী সেলিন মাহমুদ তার ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় তিনি হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের দিকে যেতে চাইলে তারা আবার ছুটে এসে তার ওপর দ্বিতীয় দফায় হামলা করে। হামলা থেকে রক্ষা পেতে তিনি জনসংযোগ কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। পরে সেখান থেকে তাকে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। হামলাকারীর তালিকায় ছিলেন, মোশাররফ হোসেন পারভেজ, সেলিম মাহমুদ, শর্মিলী খাতুন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য ও নিউজ পোর্টাল ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বিআইজেএফ। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান সাংবাদিকের প্রতি এমন অসৌজন্যমূলক আচরণ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করার পাশাপাশি চিহ্নিত হামলাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। বিআইজেএফ ছাড়া এ ঘটনায় টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি তীব্র নিন্দা জানিয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের ঘৃণ্য ঘটনায় টিএমজিবির সব সদস্য গভীর উদ্বেগ প্রকাশ করছেন। এই ঘটনার সাথে দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিএমজিবি।


আরো সংবাদ



premium cement