২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অনলাইন সার্চে রাজত্ব ধরে রেখেছে গুগল

-

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত জানিয়েছে, নিজস্ব সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে প্রতিদ্বন্দ্বীদের অর্থ প্রদান করে যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন ভেঙেছে গুগল। ২০২০ সালে মামলাটি দায়ের করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ বেশ কিছু মার্কিন অঙ্গরাজ্য, যেখানে অ্যাপল ও স্যামসাংয়ের মতো কোম্পানিকে বছরে শত শত কোটি ডলার অর্থ দেয়ার অভিযোগ তোলা হয়। আর এর লক্ষ্য ছিল, কোম্পানিগুলোর ফোন ও ব্রাউজারে গুগলের সার্চ ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সুবিধা পাওয়া। আইফোনে গুগলের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে স্রেফ অ্যাপলকেই এক হাজার ৮০০ কোটি ডলার পরিশোধ করেছে কোম্পানিটি।

মামলার রায় অনুসারে, বৈশ্বিক ইন্টারনেট সার্চের ৯০ শতাংশ গুগলের দখলে রাখা, পরবর্তীতে যার মাধ্যমে সার্চ ফলাফলে স্পন্সর করা বিজ্ঞাপন দেখানোর বাজারেও আধিপত্য বিস্তার কোম্পানির প্রাধান্যকে আরো বাড়িয়ে দিয়েছে। এমনকি কোম্পানির প্লেস্টোরে প্রবেশাধিকার পেতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থনকারী ফোন উৎপাদক কোম্পানিগুলোকে নির্দিষ্ট কিছু গুগল অ্যাপ ডিফল্ট করানোর অনুশীলন নিয়েও অভিযোগ তোলা হয় মামলায়। দুই দশক আগে মাইক্রোসফটের বিরুদ্ধে পরিচালিত কুখ্যাত মামলার পর থেকে এটিই মার্কিন বিচার বিভাগ পরিচালিত সবচেয়ে বড় অ্যান্টিট্রাস্ট মামলা। এই মামলার শুনানিতে গুগল যুক্তি দেখিয়েছে, তারা একচেটিয়া কৌশল দিয়ে নয়; বরং আকর্ষণীয় বিভিন্ন পণ্য এনে সাফল্য অর্জন করেছে। আর তাদেরকে শুধু অন্যান্য সার্চ ইঞ্জিনই নয়; বরং অ্যামাজনের মতো বিভিন্ন কোম্পানির সাথেও তুলনা করা উচিত, যারা ওয়েব ট্রাফিকিংয়ের নির্ভর করে থাকে। এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে গুগল।


আরো সংবাদ



premium cement