গুগলের স্কুল টাইম ফিচার মিলবে অ্যান্ড্রয়েডে
- প্রযুক্তি ডেস্ক
- ১০ আগস্ট ২০২৪, ০০:০০
গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসে স্কুল টাইম ফিচার নামে নতুন একটি সুবিধা যুক্ত করছে। এ ফিচারের সাহায্যে নির্দিষ্ট সময়ের জন্য শিশুদের ব্যবহৃত স্মার্টফোনের কার্যক্রম নিয়ন্ত্রণ করা যাবে। এ ক্ষেত্রে অভিভাবকরা নিজেদের সুবিধামতো স্ক্রিন টাইম নির্ধারণ করতে পারবেন। গত মে মাসে ফিটবিট এইস এলটিই স্মার্টওয়াচের জন্য প্রথম এ স্কুল টাইম ফিচার চালু করে।
ফিচারটি শিশুদের স্কুল চলাকালে অভিভাবকদের ফ্যামিলি লিংক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মাধ্যমে সন্তানের ডিভাইসের কার্যকারিতা সীমিত করার অনুমতি দেয়। অ্যাপটির সাহায্যে শিশুদের অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও গ্যালাক্সি ওয়াচে স্কুল টাইম আওয়ার সেট করা যাবে। তবে এখন পর্যন্ত কোন কোন ডিভাইসে ফিচারটি চালু করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গুগল। শিশুদের ডিভাইস নির্ভরতা কমাতে স্কুল টাইম ডিজাইন করা হয়েছে। এটি চালু করা হলে এতে সীমিত নোটিফিকেশন এবং আলাদা হোম পেইজের সুবিধা দেয়া হবে, যা অভিভাবকরা সরাসরি নিজেদের ডিভাইস থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই সাথে কারা কল বা মেসেজ করতে পারবে সেটিও অভিভাবকদের নিয়ন্ত্রণে থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা