সাইবার হামলার ঝুঁকিতে আইফোন
- প্রযুক্তি ডেস্ক
- ০৬ আগস্ট ২০২৪, ০০:০০, আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ২২:৪৪
আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা)। সংস্থাটির তথ্যমতে, আইওএস অপারেটিং সিস্টেমে একাধিক নিরাপত্তা ত্রুটি থাকায় যেকোনো সময় সাইবার হামলা হতে পারে আইফোনে। এই সাইবার হামলা থেকে নিজেদের নিরাপদ রাখতে সম্প্রতি উন্মুক্ত করা ‘আইওএস ১৭.৬’ সংস্করণ দ্রুত ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
আইওএসের হালনাগাদ সংস্করণে ৩৫টি নিরাপত্তা ত্রুটির সমাধান করা হয়েছে। এসব ত্রুটির মধ্যে বেশ কয়েকটি ভয়ঙ্কর। ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা গোপনে যেকোনো আইফোন থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি চালু থাকা বিভিন্ন সফটওয়্যার বন্ধ করতে পারে। শুধু তাই নয়, চাইলে দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণও নিতে পারে তারা। আগামী সেপ্টেম্বর মাসে ‘আইওএস ১৮’ আনতে পারে অ্যাপল। তবে আগের সংস্করণগুলোয় ভয়ঙ্কর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় তড়িঘড়ি করে আইওএস ১৭.৬ সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা