১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এম-১৪ এলটিই

-

মনস্টার এম সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এম-১৪ এলটিই নিয়ে এসেছে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, ট্রিপল ক্যামেরা ও চার বছরের সিকিউরিটি আপডেট, যা এই প্রাইস রেঞ্জে একমাত্র ডিভাইস। ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে আরো আছে ৫০+২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। গ্যালাক্সি এম-১৪ এলটিই ডিভাইসটিতে থাকছে পরবর্তী দুই জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের (শর্ত সাপেক্ষে) অনন্য নিশ্চয়তা।

স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেড বাংলাদেশ শাখা অফিসের হেড অব এমএক্স বিজনেস মো: মূয়ীদুর রহমান বলেন, ‘গ্রাহকদের চাহিদার ভিন্নতাকে বিবেচনায় রেখে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডিভাইস বাজারে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম-১৪ এলটিই হ্যান্ডসেটটি দাম, মান ও বৈশিষ্ট্য- সব দিক থেকেই একটি বড় গ্রাহক শ্রেণীর পছন্দের শীর্ষে থাকার দাবিদার। এটি এমন একটি ‘মনস্টার’ যা আপনার মন জয় করে নেবেই।’ স্যামসাং গ্যালাক্সি এম-১৪ এলটিই স্মার্টফোনটি এখন আর্টিক ব্লু ও স্যাফায়ার ব্লু- এই দু’টি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। দাম ১৬ হাজার ৯৯৯ টাকা (৪/৬৪ জিবি) ও ১৯ হাজার ৯৯৯ টাকা (৬/১২৮ জিবি)।


আরো সংবাদ



premium cement