০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

উবার যাত্রীদের জন্য ছাড়

-

দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার এবং দেশের প্রথম পলিনেশিয়ান থিমড ওয়াটার পার্ক মানা-বে-এর দর্শনার্থীরা পার্কটিতে যাতায়াতে স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ ও উন্নত অভিজ্ঞতার পাশাপাশি পাবেন ছাড়। উবার যাত্রীরা মানা বে-তে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করতে পারছেন গত ১১ জুন থেকে। ICMANABAYRT২০২৪ প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা ঢাকা মানা-বে ঢাকায় পরবর্তী দু’টি ইন্টারসিটি রাউন্ড ট্রিপে ১৪ শতাংশ ছাড় পাবেন। চার থেকে ২৪ ঘণ্টা সময়ব্যাপী ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য। প্রত্যেক ব্যবহারকারী/যাত্রী দু’টি ট্রিপের ক্ষেত্রে এই ছাড় পাবেন।
ইন্টারসিটি রাউন্ড ট্রিপ যাত্রীদের জন্য মানা-বের এন্ট্রি টিকিটে ১৪ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি। এই যাত্রীরা গাড়ি পার্কিংয়ের সময়ও পাবেন ১০ শতাংশ ছাড়। পাশাপাশি, ইন্টারসিটি ওয়ানওয়ে চালকরা ২০ মিনিটের জন্য গাড়ি পার্কিং ফিসের ওপর ছাড় পাবেন। এই পার্টনারশিপের লক্ষ্য হলো যাত্রীদের নিজের বাড়ি থেকে গন্তব্য পর্যন্ত পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রাটি আরামদায়ক করে তোলা। এই প্রিমিয়াম ওয়াটার পার্কটি ভ্রমণে সবাইকে উৎসাহিত করে তোলাও এর আরেকটি উদ্দেশ্য।

 


আরো সংবাদ



premium cement