২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীর বাজারে প্র্রযুক্তি পণ্যের দরদাম

রাজধানীর বাজারে প্র্রযুক্তি পণ্যের দরদাম -

রাজধানীর প্র্রযুক্তিপণ্যের বাজার ঘুরে দেখা গেছে, দরদাম রয়েছে আগের মতোই। তবে সরবরাহে ঘাটতি থাকায় কম্পিউটার পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিক্রেতাদের তথ্যমতে, নতুন করে আমদানির পর পণ্যগুলোর দাম বাড়তে পারে। প্র্রযুক্তি পণ্যের বাজার ঘুরে লিখেছেন মামুন আল করিম

প্র্রসেসর
ইন্টেল : কোর আই-৯৬.০০ গিগাহার্টজ ১৪ প্র্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই-৯৫.৮০ গি.হা. ১৩ প্র্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্র্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
এএমডি : রাইজেন-৯ ৭৯০০ এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৪৭ হাজার টাকা, রাইজেন-৭ ৫৭০০ জি ৩.৮- ৪.৬ গি.হা. ২০ হাজার টাকা, রাইজেন-৭ ৭৭০০ এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩৩ হাজার ৫০০ টাকা এবং রাইজেন-৫ ৫৬০০ জি ৩.৯০-৪. ৪০ গি.হা. ১৫ হাজার ২০০ টাকা।

মাদারবোর্ড
আসুস : ইএক্স-এইচ৬১০এম-ভি৩ ডিডিআর-৪ ৯ হাজার ৮০০ টাকা, টাফ গেমিং বি-৫৫০ এম প্লাস ডিডিআর-৪ ১৯ হাজার ৩০০ টাকা।
গিগাবাইট : গিগাবাইট বি-৭৬০ এম গেমিং এক্স ডিডিআর-৪ ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার ২০০ টাকা, গিগাবাইট বি-৪৫০-এম ডিএস-৩-এইচ ভি-২ ডিডিআর-৪ এএমডি মাদারবোর্ড ১১ হাজার টাকা।
এমএসআই : প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার টাকা, বি-৪৫০ এম-এ প্রো ম্যাক্স আট হাজার টাকা।

র্যাম
ট্রান্সসেন্ড : জেটর্যাম ৪ জিবি (ডিডিআর ৪) এক হাজার ৬০০ টাকা, জেটর্যাম ৮ জিবি (ডিডিআর ৪) দুই হাজার ৪০০ টাকা।
গিগাবাইট : অরাস ১৬ জিবি (ডিডিআর ৫) ছয় হাজার মেগাহার্টজ সাত হাজার ২০০ টাকা।
টুইনমস : ডিডিআর-৩ ১৬০০ বাস ৪ জিবি এক হাজার ৩৫০ টাকা, ডিডিআর ৪ ২৪০০ মেগাহার্টজ এক হাজার ৪০০ টাকা, ডিডিআর ৩ ১৬০০ বাস ৮ জিবি এক হাজার ৯৯০ টাকা, ডিডিআর ৪ ২৪০০ মেগাহার্টজ ৮ জিবি দুই হাজার ৩০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ
ওয়েস্টার্ন ডিজিটাল : ব্লু-৭২০০ আরপিএম এক টেরাবাইট (টে.বা.) চার হাজার ৬০০ টাকা, ব্লু-২ টে.বা. ৭২০০ আরপিএম ছয় হাজার ৯০০ টাকা, পার্পল ৪ টে.বা. ৫৪০০ আরপিএম সার্ভেলেন্স হার্ডডিস্ক ৯ হাজার ৪০০ টাকা।
সিগেট : ব্যারাকুডা ১ টে.বা. পাঁচ হাজার টাকা, বারাকুডা ২ টে.বা. আট হাজার টাকা।
তোশিবা : ১ টে.বা. ৭২০০ আরপিএম পাঁচ হাজার ১০০ টাকা, ২ টে.বা. তোশিবা পি-৩০০ ৭২০০ আরপিএম ছয় হাজার ৭০০ টাকা।

এসএসডি
স্যামসাং : ৮৭০ ইভো ৫০০ জিবি সাটা-৩ ছয় হাজার ৮০০ টাকা, ৯৮০ এনভিএমই ৫০০ জিবি ছয় হাজার ৭৫০ টাকা, ৯৭০ ইভো প্লাস ৫০০ জিবি সাত হাজার ৮০০ টাকা, ৯৮০ প্রো ৫০০ জিবি এনভিএমই পিসিআইই জেন-৪ ৯ হাজার টাকা।
এইচপি : এস-৭০০ ১২০ জিবি দুই হাজার টাকা, এস-৭০০ প্র্রো ১২৮ জিবি দুই হাজার ৮০০ টাকা, এস-৭০০ ২৫০ জিবি তিন হাজার ৫০ টাকা, ইএক্স-৯০০ ৫০০ জিবি চার হাজার ৩০০ টাকা।

মনিটর
এইচপি : ১৯.৫ ইঞ্চি পি-২০৪ ভি ১০ হাজার টাকা, ২১.৫ ইঞ্চি পি-২২ এইচ জি-৫ ফুল এইচডি ১৪ হাজার ৫০০ টাকা, ২১.৫ ইঞ্চি এম-২২ এফ ১৩ হাজার ৫০০ টাকা, ২৪ ইঞ্চি এম-২৪ এফ ১৭ হাজার ৮০০ টাকা।
ডেল : ১৮.৫ ইঞ্চি ডি-১৯১৮ এইচ ১০ হাজার ৫০০ টাকা, ১৯.৫ ইঞ্চি ডি-২০২০ এইচ ১০ হাজার ৫০০ টাকা, ২২ ইঞ্চি এসই-২২২২এইচ ১৩ হাজার টাকা।
এমএসআই : প্রো এমপি-২২৩ ২১.৫ ইঞ্চি ফুল এইচডি ১০ হাজার ২০০ টাকা, জি-২৪ সি-৪ ই-২ ২৩.৬ ইঞ্চি ফুল এইচডি কার্ভড ২৩ হাজার ৫০০ টাকা, প্রো এমপি-২৫১ ২৪.৫ ইঞ্চি ফুল এইচডি ১৭ হাজার ৭০০ টাকা।
এলজি : ২২এমপি-৪০০-বি ২২ ইঞ্চি ১০ হাজার ২০০ টাকা, ২২-এমকে-৬০০ এম ২১.৫ ইঞ্চি ১৩ হাজার টাকা, ২৪-জিএন-৬০ আর-বি ২৪ ইঞ্চি ফুল এইচডি ২৬ হাজার টাকা।
স্যামসাং : এলএস-২২-সি-৩১০-ইএই ২২ ইঞ্চি ১৩ হাজার টাকা।

গ্রাফিকস কার্ড
গিগাবাইট : জিটি ১০৩০ দুই জিবি ১০ হাজার টাকা, আরটিএক্স-৪০৬০ টিআই ঈগল ওসি ৮ জিবি ৬৩ হাজার ২০০ টাকা এবং আরটিএক্স ৩০৭০ ঈগল ৮ জিবি জিডিডিআর৬ ৭৫ হাজার টাকা।
আসুস : জিফোর্স জিটি দুই জিবি জিডিডিয়ার-৫ ৯ হাজার ৩০০ টাকা, ডুয়াল রেডিয়ন আরএক্স-৭৬০০ ভি-২ ওসি ৪২ হাজার ৫০০ টাকা।
এমএসআই : জিটিএক্স ১৬৫০ ডি-৬ চার জিবি ১৮ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৩০৬০ ভেনটাস ওসি ১২ জিবি ৩৮ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৪০৬০ ভেনটাস ওসি ১৬ জিবি ৬৫ হাজার টাকা।

কিবোর্ড
লজিটেক : কে-১২০ ৭২৫ টাকা, কে-৩৮০ মাল্টি ডিভাইস ব্লুটুথ তিন হাজার ৩০০ টাকা, কে-২৭০ ওয়্যারলেস দুই হাজার ৬৫০ টাকা।
এফোরটেক : কেআরএস-৮২ ৮৯০ টাকা, এফকে-১১ ৯৫০ টাকা, এফবিকে-২৫ ব্লুটুথ এবং ইউএসবি এক হাজার ৭০০ টাকা।
হ্যাভিট : কেবি-২৭১ আলট্রা থিন ৫০০ টাকা, কেবি-২৭৫-এল গেমিং ৯২০ টাকা, কেবি-৪৮৮-এল গেমিং এক হাজার ৫০ টাকা, কেবি-৪৮৭-এল গেমিং এক হাজার ৩৬০ টাকা।

প্র্রিন্টার
এইচপি : ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ ২৭৭৫ (রঙিন) আট হাজার ৫০০ টাকা, ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ ২৩৩৬ (রঙিন) সাত হাজার ৪০০ টাকা।
এপসন : ইকোট্যাঙ্ক এল-৩২১০ ১৮ হাজার টাকা (রঙিন), ইকোট্যাঙ্ক এল-৩২৫০ ২১ হাজার ৫০০ টাকা (রঙিন)।
ক্যানন : পিক্সমা জি-১০১০ (রঙিন) ১৪ হাজার ৫০০ টাকা, ইমেজক্লাস এলবিপি-৬০৩০ লেজার প্র্রিন্টার (সাদা-কালো) ১৬ হাজার টাকা, ইমেজক্লাস এলবিপি-৬০৩০ ডব্লিউ লেজার প্রিন্টার (সাদা-কালো) ১৬ হাজার ৫০০ টাকা।

কেসিং
এক হাজার টাকা থেকে ৩৮ হাজার ৮০০ টাকা।

 


আরো সংবাদ



premium cement
কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিআরজেএ-এর দোয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই দেশের সব সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত যারা রাষ্ট্র পরিচালনা করেন কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না : শিবির সেক্রেটারি

সকল