২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আসছে আইওএস ১৮

আসছে আইওএস ১৮ -


আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’। আগামী ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে নতুন পণ্য ও সেবা নিয়ে বেশ কিছু ঘোষণা দেবে অ্যাপল। এসব ঘোষণার মধ্যে অন্যতম হতে পারে আইওএস ১৮। এই অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু সুবিধা যোগ করা হবে বলে জানা গেছে।

অ্যাপলের ভিশন প্রো ছাড়াও আইফোন ও আইপ্যাডেও আই ট্র্যাকিং সুবিধা যোগ করতে যাচ্ছে অ্যাপল। আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে যুক্ত হতে যাওয়া এ সুবিধা কাজে লাগিয়ে চোখের ইশারা ব্যবহার করেই আইফোনের পর্দা স্ক্রল করতে পারবেন ব্যবহারকারীরা। এ প্রযুক্তির জন্য আইফোনের সামনের ক্যামেরা ও যন্ত্রে মেশিন লার্নিং প্রযুক্তি যোগ করায় চোখের ইশারা শনাক্তের জন্য বাড়তি কোনো যন্ত্রের প্রয়োজন হবে না।
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে বেশ কিছু জেনারেটিভ এআই সুবিধা যোগ করা হতে পারে। নতুন এসব এআই সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপল মিউজিকের প্লে লিস্ট তৈরির পাশাপাশি এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে লেখা যাবে। সিরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যোগ করাসহ ফটোজ অ্যাপে এআইভিত্তিক সম্পাদনা টুলও যোগ করা হতে পারে। অডিও ট্রান্সক্রিপ্ট সুবিধাসহ নোটস অ্যাপে মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে যেকোনো লেখা সম্পাদনা করারও সুযোগ মিলবে।
‘মিউজিক হ্যাপটিক’ নামের সুবিধা যুক্ত হতে পারে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে। এ সুবিধা চালু হলে গানকে শব্দের বদলে কম্পনে রূপান্তর করা হবে। এর ফলে যারা শুনতে পান না, তারাও আইফোন স্পর্শের মাধ্যমে গানটির সুর বুঝতে পারবেন। অ্যাপল মিউজিকের নির্দিষ্ট কিছু গানে এ সুবিধা ব্যবহার করা যাবে।

গাড়িতে ফোন ব্যবহারের সময় যাত্রীদের অসুস্থ হওয়ার প্রবণতা বন্ধ করবে আইওএস ১৮। ‘ভিয়েকল মোশন কিউস’ নামে একটি নতুন ফিচার ঘোষণা করেছে টেক জায়ান্ট কোম্পানিটি, যা তৈরি হয়েছে চলন্ত গাড়িতে যাত্রীর ‘মোশন সিকনেস’ বা গতিবিধির অসুস্থতা কমানোর লক্ষ্যে। ফিচারটি চালু করলে স্ক্রিনের বিভিন্ন প্রান্তে কিছু ‘অ্যানিমেটেড ডট’ দেখা যাবে, যেগুলো গাড়ির গতিবিধির সাথে তাল মিলিয়ে ঘুরতে থাকে। অ্যাপল বলছে, এর মাধ্যমে ফোনের সেন্সর সংশ্লিষ্ট জটিলতা কমে আসবে।
এসব চলমান বিন্দু ফোনের কাজে হস্তক্ষেপ না করেই গাড়ির গতিকে অনুকরণ করবে। ফলে, গাড়ির পেছনের সিটে বসে ব্যবহারকারীরা আরো আরামে স্ক্রিনের লেখা পড়তে বা গেইম খেলতে পারবেন।
এর আগের এক গবেষণায় উঠে এসেছে, মোশন সিকনেস মূলত দেখা যায় মানুষের দৈহিক অনুভূতির সাথে চোখ দিয়ে দেখা দৃশ্যের অমিল ঘটলে। নতুন আইফোন ১৬’র সঙ্গে আইওএস ১৮’র অংশ হিসেবে এটি প্রকাশ পেতে পারে।

 

 


আরো সংবাদ



premium cement