১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইনফিনিক্সের নতুন স্মার্টফোন

-

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামে স্মার্ট এইট প্রো নামের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ইনফিনিক্স। ডিভাইসটিতে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি এটি নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং, গেমিং ও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে ৪ জিবি র্যাম দেয়া হয়েছে। ডায়নামিক র্যাম এক্সটেনশনের মাধ্যমে তা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া এতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ সক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ নিশ্চিতে ডিভাইসটিতে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও টাইপ-সি চার্জিং সুবিধা দেয়া হয়েছে। ১০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দ্রুত সময়ে ব্যাটারি চার্জ করা যাবে। ফোনটিতে আছে ম্যাজিক রিংযুক্ত ৬ দশমিক ৬ ইঞ্চির এইচডিপ্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে। এ ম্যাজিক রিংয়ের মাধ্যমে চার্জিং স্ট্যাটাস এবং অন্যান্য নোটিফিকেশন দেখা যায়। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের কারণে ব্রাউজিংয়ের সময় কোনো সমস্যা হবে না।

ডিভাইসটির রিং ফ্ল্যাশলাইটযুক্ত ৫০ মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরার সাহায্যে স্বল্প আলোয়ও সুন্দর ছবি তোলা যায়। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড ও রেইনবো ব্লু, এই তিনটি ট্রেন্ডি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনটির দাম মাত্র ১১ হাজার ৪৯৯ টাকা।


আরো সংবাদ



premium cement