শাওমির স্মার্টফোনে ২০ ধরনের নিরাপত্তা ত্রুটি
- প্রযুক্তি ডেস্ক
- ১১ মে ২০২৪, ০০:০০
চীনের প্রযুক্তি কোম্পানি শাওমির স্মার্টফোনে ২০ ধরনের নিরাপত্তা ত্রুটি থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রযুক্তি বিশারদদের মতে, এসব ত্রুটি ব্যবহার করে হামলাকারীরা চাইলে দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে। এমআইইউআই ও হাইপারওএস দু’টি ইন্টারফেস চালিত ডিভাইসেও এসব ত্রুটি পাওয়া গেছে। গ্যালারি, এমআই ভিডিও, সেটিংসহ বেশ কিছু অ্যাপে ত্রুটি পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, এসব অ্যাপের আরো ভালো নিরাপত্তা ব্যবস্থা ও প্যাচ আপডেট প্রক্রিয়া জরুরি।
শাওমির ১২টি অ্যাপে ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এগুলো হলো- গ্যালারি, গেটঅ্যাপস, এমআই ভিডিও, এমআইইউআই ব্লুটুথ, ফোন সার্ভিসেস, প্রিন্ট স্পুলার, সিকিউরিটি, সিকিউরিটি কোর কম্পোনেন্ট, সেটিংস, শেয়ার মি, সিস্টেম ট্রেসিং ও শাওমি ক্লাউড।
ত্রুটি পাওয়ার অভিযোগের পর সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে চীনের প্রযুক্তি কোম্পানিটি। সব অ্যাপের আলাদা আপডেট চালু করেছে কোম্পানি। বাজারসংশ্লিষ্ট ও বিশারদদের মতে, গ্রাহক বা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনা প্রতিহতে শাওমির এখনই কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা