০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কক্সবাজারে আবার চালু হলো জোবাইক

কক্সবাজারে আবার চালু হলো জোবাইক -

দেশে আবারো বাইসাইকেল রাইড শেয়ারিং সেবা নিয়ে ফিরে এসেছে জোবাইক (Jobike)। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো পরিবেশবান্ধব, সুবিধাজনক এবং সহজলভ্য একটি ভিন্নধর্মী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা, যা কিনা একটি শহরের পরিবহন ব্যবস্থাকে স্মার্ট ও আধুনিকীকরণে ব্যাপক ভূমিকা পালন করবে। সম্প্রতি আবার কক্সবাজারে চালু হলো জোবাইক।
পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যের পরিবহন ব্যবস্থা প্রদানের মাধ্যমে পর্যটন খাতের উন্নয়নে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে জোবাইক। পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা একটি সুবিধাজনক রাইডিং অভিজ্ঞতা উপভোগ করার সাথে সাথে মেরিন ড্রাইভসহ শহর এবং এর মনোরম স্থানগুলো ভ্রমণ করতে পারবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জুন কক্সবাজারে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এই সময়ের মধ্যে জোবাইক ২ লাখের বেশি রাইড সম্পন্ন করেছে এবং ৬৫ হাজার নিবন্ধিত ব্যবহারকারী যুক্ত হয়েছেন। কোভিড-১৯ মহামারীর কারণে কক্সবাজারে পরিষেবা স্থগিত রেখেছিল জোবাইক।
গত ৩০ এপ্রিল থেকে কক্সবাজারে পুনরায় কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। জোবাইক এর উদ্দেশ্য হলো স্থানীয় বাসিন্দাসহ আগত পর্যটকদের পরিবহন চ্যালেঞ্জ মোকাবেলা করা, শহরকে সুন্দর করা, কার্বন নিঃসরণ কমানো এবং একটি স্মার্ট সিটির উদ্যোগকে উন্নীত করা।
জোবাইকের অ্যাপ আগের চেয়ে আরো সহজ এবং উন্নত করা হয়েছে। এখন বিকাশ বা নগদ এর মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে। ইলেকট্রিক অ্যাসিস্ট ই-বাইক এর ভাড়া প্রতি মিনিট ৩ টাকা মাত্র। জোবাইকের ই-বাইকগুলো শক্তিশালী ব্যাটারির হওয়ায় প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে। প্যাডেল বাইকের মতো ই-বাইকও স্মার্ট লক ও অ্যাপ সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।

জোবাইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা জানিয়েছেন, কক্সবাজারকে একটি স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে জোবাইক। বর্তমানে কক্সবাজারে কলাতলি পয়েন্ট, হিমছড়ি এবং সালসা বীচ এই তিনটি পয়েন্টে মিলবে জোবাইকে সাইকেল। জোবাইক সার্ভিসের অধীনে একজন ব্যবহারকারীকে মোবাইলে জোবাইক অ্যাপস নামিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। পরবর্তীতে আইডিতে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করে ইচ্ছেমতো সময় অনুযায়ী একটি বাইসাইকেল চালানো যাবে। গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোরে জোবাইক অ্যাপটি পাওয়া যাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement