ফেসবুকের বিরুদ্ধে গোপনে নজরদারির অভিযোগ
- প্রযুক্তি ডেস্ক
- ৩০ মার্চ ২০২৪, ০২:২৩
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে প্রকাশিত নথিতে জানা গেছে, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঘোস্ট বাস্টারস’ নামে একটি গোপন প্রকল্প চালু করে। এ প্রকল্পের মাধ্যমে গোপনে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট, ইউটিউব ও অ্যামাজনের ব্যবহারকারীদের ওপর নজরদারি করা হতো। ব্যবহারকারীরা কীভাবে স্ন্যাপচ্যাটসহ এসব প্ল্যাটফর্ম ব্যবহার করেন, এসব তথ্য বিশ্লেষণ করে ফেসবুক নিজেদের সেবার মান উন্নয়নে কাজ করত বলে অভিযোগ উঠেছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে একটি মামলার অংশ হিসেবে এসব নথি পাওয়া গেছে। নথির তথ্য থেকে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট, অ্যামাজন ও ইউটিউবের থেকে এগিয়ে থাকতে এসব মাধ্যম ব্যবহারকারীদের ওপর গোপনে নজরদারি চালাত ফেসবুক। যেসব মাধ্যমে এনক্রিপশন সুবিধা চালু রয়েছে, সেগুলোর তথ্য নজরদারির জন্য বিশেষ প্রযুক্তিও প্রয়োগ করে ফেসবুক। এই নথিতে মার্ক জাকারবার্গের একটি অভ্যন্তরীণ ইমেইলের তথ্যও উঠে এসেছে। সেই ইমেইলে উল্লেখ রয়েছে, স্ন্যাপচ্যাট যেহেতু দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, তাই এটি সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করা প্রয়োজন। স্ন্যাপচ্যাটের তথ্য এনক্রিপটেড থাকায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এসব তথ্য সংগ্রহের কথাও বলা হয়েছে এই ইমেইলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা