২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাইক্রোসফটের নতুন তিন সারফেস কম্পিউটার

মাইক্রোসফটের নতুন তিন সারফেস কম্পিউটার -

এক সাথে নতুন তিনটি সারফেস কম্পিউটার উন্মোচন করেছে মাইক্রোসফট। এই নতুন তিন কম্পিউটারের মধ্যে আছে একটি ল্যাপটপ, একটি ট্যাবলেট ও একটি ডেস্কটপ পিসি।
সারফেস ট্যাবলেটের এক দশক পূর্তি উপলক্ষে সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে এক সাথে সারফেস ল্যাপটপ-৫, সারফেস প্রো-৯ কনভার্টিবল ট্যাবলেট ও অল ইন ওয়ান পিসি সারফেস স্টুডিও-২ প্লাস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
সারফেস প্রো-৯ ট্যাবলেট আর ১৩.৫ ইঞ্চি স্ক্রিনের সারফেস ল্যাপটপ-৫ উভয়েরই দাম শুরু এক হাজার ডলার থেকে। কিন্তু সারফেস স্টুডিও ২+ এর সর্বনিম্ন দাম ধরা হয়েছে চার হাজার ৩০০ ডলার।
সব ডিভাইসই চলবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। নির্দিষ্ট কয়েকটি বাজারে সারফেস কম্পিউটারের নতুন সংস্করণগুলোর অভিষেক হবে ২৫ অক্টোবর।

 


আরো সংবাদ



premium cement