২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোয়ান্টাম বলবিদ্যার গবেষণায় পদার্থের নোবেল

-

বিজড়িত ফোটন কণা নিয়ে কোয়ান্টাম বলবিদ্যার ‘যুগান্তকারী’ গবেষণার স্বীকৃতিতে চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন তিন গবেষক। তাদের গবেষণার বিষয় ছিল ‘এনট্যাঙ্গলড কোয়ান্টাম স্টেট’, যেখানে দুটি ফোটন কণা একে অন্যের থেকে আলাদা হয়েও একটি ইউনিট বা এককের মতো আচরণ করে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস গত মঙ্গলবার এই পুরস্কারের জন্য ফ্রান্সের অ্যালেইন আস্পেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গারের নাম ঘোষণা করে। এ বছরে পদার্থবিজ্ঞানে তিন নোবেল জয়ীর গবেষণার মূল বিষয় ছিল ‘এনট্যাঙ্গলড কোয়ান্টাম স্টেট’, যেখানে দুটি ফোটন কণা এক অন্যের থেকে আলাদা হলেও একটি ইউনিট বা এককের মতো আচরণ করে। কোয়ান্টাম তথ্য বিজ্ঞানের ভিত্তিতে নতুন প্রযুক্তির দুয়ার খুলেছে এবারের নোবেলজয়ীদের গবেষণা।
ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস-সাকলে এবং ইকোল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করেন ৭৫ বছর বয়সী ফরাসি নাগরিক অ্যালেইন আস্পেক্ট। ক্যালিফোর্নিয়ায় নিজের কোম্পানি পরিচালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৯ বছর বয়সি নাগরিক জন এফ ক্লজার। আর ইউনিভার্সিটি অব ভিয়েনার হয়ে কাজ করছের ৭৭ বছর বয়সি জেলিঙ্গার। নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন এই তিন বিজ্ঞানী।

 


আরো সংবাদ



premium cement