২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভ

-

 

 

সম্প্রতি বাংলাদেশে নিজেদের ‘গ্যালাক্সি ওয়াচফাইভ’ স্মার্টওয়াচটি উন্মোচন করেছে জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং। স্পি ট্র্যাকিং, হেলথ অ্যান্ড ওয়েলনেস মনিটরিং এবং স্যামসাংয়ের বায়ো-অ্যাকটিভ সেন্সর আইসিসহ নানা অনন্য সুবিধাযুক্ত এই স্মার্টওয়াচটি ব্যবহারকারীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের নিয়মিত সঙ্গী হয়ে উঠতে সক্ষম।
ইতোপূর্বে বাজারে আসা অন্যান্য স্মার্টওয়াচগুলোর চেয়ে বেশি সক্ষমতার ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভ ০ থেকে শতকরা ৪৫ ভাগ পর্যন্ত চার্জ হতে সময় নেয় মাত্র ত্রিশ মিনিটের মতো! হেলথ সেন্সরগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এতে আরো রয়েছে থ্রি-ইন-ওয়ান স্যামসাং বায়োঅ্যাকটিভ সেন্সর : বায়োইলেকট্রিকাল ইম্পিডেন্স অ্যানালাইসিস সেন্সর, ইলেকট্রিক্যাল হার্ট সেন্সর (ইসিজি), এবং অপটিক্যাল হার্ট রেট সেন্সর। রাত-দিন চব্বিশ ঘণ্টার পুরোটা সময় স্বাস্থ্যের অবস্থা জানান দেয়ার পাশাপাশি বাজারের এই নতুন ডিভাইসটি বডি কম্পোজিশন ট্র্যাক করতে পারে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারকারীদের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে খুঁটিনাটি আরো বিবিধ তথ্য দিতে পারে। গ্যালাক্সি ওয়াচফাইভ ব্যবহারকারীদের স্টেপ গণনা করতে পারে, ক্যালরি পর্যবেক্ষণ করতে পারে এবং ৯০টিরও বেশি এক্সারসাইজ সাপোর্ট করে, যা ব্যবহারকারীরা ঘড়ি থেকেই ট্র্যাক করতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভের বর্তমান বাজার মূল্য ৪২ হাজার ৯৯৯ টাকা। কোনো ইন্টারেস্ট ছাড়াই ছয় মাসের ইএমআই সুবিধাসহ ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে গ্যালাক্সি ওয়াচফাইভ কিনতে পারবেন।

 


আরো সংবাদ



premium cement