২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্যক্তিগত তথ্য সরাবে গুগল

ব্যক্তিগত তথ্য সরাবে গুগল -

গ্রাহকদের গোপনীয়তাকে আরো শক্তিশালী করতে নতুন ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে সার্চ রেজাল্ট থেকে পারসোনালি আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন (পিআইআই) বা ব্যক্তিগত তথ্য অপসারণ করা হবে। চলতি বছরের মে মাসে ডেভেলপার সম্মেলনে গুগল প্রথম নতুন টুলটির ঘোষণা দেয়। সেখানে কয়েক মাসের মধ্যে এটি উন্মোচন করা হবে বলে জানানো হয়েছিল। বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হচ্ছে। ব্যবহারকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে কিভাবে কাজ করা হবে সে বিষয়েও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাপ চালুর পর অনেক ব্যবহারকারী স্ক্রিনের ওপর থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করতে পারেন। সেখানে রেজাল্টস অ্যাবাউট ইউ নামে নতুন একটি মেন্যু আইটেম পাওয়া যাবে। সেটিতে ক্লিক করলে ব্যবহারকারীদের নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে সার্চ রেজাল্ট থেকে ব্যক্তিগত তথ্য অপসারণে কিভাবে গুগলকে জিজ্ঞাসা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তথ্যের মধ্যে ফোন নম্বর, ডাক ঠিকানা, ইমেইলসহ অন্যান্য বিষয় রয়েছে।
যেসব ব্যবহারকারী পিআইআই পাবে তারা থ্রি ডট মেন্যু থেকে রিমুভ রেজাল্ট নামের একটি টুল দেখতে পারবে। যদি কেউ সেটি অপসারণ করতে চান তাহলে একটি কারণ যুক্ত করতে হবে। সেখানে বিভিন্ন ধরনের উত্তর দেয়া যাবে। সার্বিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ব্যবহারকারী গুগলকে অনুসরণ করতে পারবেন। অল রিকোয়েস্ট, ইন প্রগ্রেস ও অ্যাপ্রুভড তিনটি ক্যাটাগরিতে ব্যবহারকারীদের আবেদনগুলো তালিকাবদ্ধ থাকবে।

অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ফিচারসম্বলিত স্যামসাং টিভি
প্রযুক্তি ডেস্ক
নতুন সিরিজের নিও কিউএলইডি টিভি সিরিজের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাংয়ের ২০২২ মডেলের টিভিগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি, স্মার্ট ফিচার ও উদ্ভাবনী ডিজাইন রয়েছে। স্যামসাং দেশের বাজারে নিয়ে এসেছে- নেক্সট জেনারেশন বি-সিরিজ টিভি রেঞ্জের অত্যাধুনিক নিও কিউএলইডি এবং কিউএলইডি টেলিভিশন মডেল।
বিভিন্ন সেগমেন্টের অধীনে নতুন সিরিজের টিভিগুলোর বেশ কিছু মডেল রয়েছে। এগুলো হলো- নিও কিউএলইডি-৮কে মডেলের কিউএন-৯০০বি (৮৫ ইঞ্চি) এবং কিউএন-৮০০বি (৭৫ ইঞ্চি); কিউএলইডি-৪কে টিভি মডেলের কিউ-৭০বি (৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি) এবং কিউ-৬০বি (৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি); লাইফস্টাইল টিভি মডেল ফ্রেম (৫৫ ইঞ্চি) এবং সেরিফ (৫০ ইঞ্চি), ডায়নামিক ক্রিস্টাল ইউএইচডি-৪কে মডেলের বিইউ-৮০০০ (৮৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৫০ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি)।
টিভিগুলোর ফিচারের মধ্যে রয়েছে- মোশন অ্যাকসেলেরেটর, ডায়নামিক ক্রিস্টাল কালার, বিল্ট-ইন আইওটি হাব ও মাল্টিপল ভয়েস অ্যাসিসট্যান্ট। প্রযুক্তির অনন্য সমন্বয়ের মাধ্যমে স্যামসাং নিয়ে এসেছে নতুন বি-সিরিজের টিভি লাইনআপ, যা ক্রেতাদের লাইফস্টাইলের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পরও এডিট করা যাবে
প্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় ম্যাসেজিং প্লø্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে, যার সাহায্যে ব্যবহারকারীদের চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরো উন্নত হচ্ছে। অ্যাপটি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে আগে পাঠানো মেসেজ এডিট করা যাবে। অর্থাৎ মেসেজ পাঠানোর পর ইউজাররা তাতে পরিবর্তন আনতে পারবেন। এডিট সেন্ডেড মেসেজ নামে এই ফিচারটি হোয়াটসঅ্যাপের পরবর্তী বিটা আপডেটে পাওয়া যাবে।
নতুন ফিচারটি ঠিক কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। আপাতত বিটা ব্যবহারকারীদের মধ্যে এটি পরীক্ষা করা হবে। ফিডব্যাকের ওপর ভিত্তি করে, এরপর সবার জন্য রোল আউট করা হতে পারে।
হোয়াটসঅ্যাপে এডিট মেসেজ ফিচারটি কিভাবে কাজ করবে তা স্পষ্ট নয়। হতে পারে যে মেসেজগুলো এডিট করা হবে, তাতে এডিট লেবেল দেখা যাবে। এ ছাড়া ব্যবহারকারীরা এডিট হিস্ট্রি দেখতে পারেন। আবার এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারে হোয়াটসঅ্যাপ।

দাহুয়ার পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি ডেস্ক
দাহুয়া পণ্যের বাংলাদেশের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এখন থেকে স্মার্ট টেকনোলজিস তাদের পার্টনাদের মাধ্যমে সারা দেশে দাহুয়ার প্রযুক্তিপণ্যগুলো বিপণন ও বিক্রয়োত্তর সেবা দেবে।
দাহুয়া টেকনোলজি বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, স্মার্ট টেকনোলজিসের সাথে আমাদের ব্যবসায় অদূরভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট টেকনোলজিস সব সময়ই গ্রাহকদের হাতে গুণগত এবং জনপ্রিয় পণ্য পৌঁছে দিতে কাজ করছে। সে ধারাবাহিকতায় এবার আমাদের সাথে যুক্ত হলো আরেকটি জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড দাহুয়া। স্মার্ট টেকনোলজিস এখন থেকে দাহুয়ার অথরাইজড ডিস্টিবিউটার। আশা করছি, বাংলাদেশে গুণগত মানপ্রত্যাশী ক্রেতাদের হাতে বিশ্বসেরা দাহুয়া পণ্যের সব প্রোডাক্ট ও অ্যাক্সেসরিজের চাহিদা পূরণে সক্ষম হবে দাহুয়া টেকনোলজি এবং স্মার্ট টেকনোলজিস।


আরো সংবাদ



premium cement
সরিষাবাড়িতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন পবিপ্রবিতে রাতভর র‌্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার ‘ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র বৈষম্যমুক্ত’ সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় তদন্ত শুরু আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিক লীগের সাবেক সভাপতি গ্রেফতার ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দু’জনকে জামায়াতের আর্থিক সহায়তা চকরিয়ায় ডাম্পারের সাথে সংঘর্ষে মোটরসাইকেলআরোহী নিহত কুবিতে নৈশপ্রহরী-কর্মচারীদের শীতবস্ত্র উপহার শিবিরের কমলগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ৩ ৫ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

সকল