২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুই দশকের অ্যাপল-চীন জুটি

দুই দশকের অ্যাপল-চীন জুটি -

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন অ্যাপল পণ্যের বৃহত্তম উৎপাদকের পাশাপাশি অ্যাপল পণ্যের একটি বড় অংশ বিক্রিও হয় দেশটির বাজারে। সাম্প্রতিক সময়ে ফাটল ধরেছে প্রায় দুই দশকের অ্যাপল-চীন জুটিতে।

মহামারীর লকডাউন আর নাজুক সরবরাহ ব্যবস্থার জেরে অস্থিতিশীল হয়ে উঠেছে উভয়ের জন্যই লাভজনক ব্যবসায়িক সম্পর্ক।
এই লাভজনক ব্যবসায়িক সম্পর্কের দৃশ্যপটে দুই পক্ষের সাম্প্রতিক টানাপড়েনের মূলে চীনের ‘জিরো-কোভিড’ নীতিমালার ভূমিকা রয়েছে। চলতি বছরের শুরুতেই দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে কঠোর লকডাউন আরোপ করেছিল চীন। লকডাউনে বন্ধ ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ কারখানা, যার মধ্যে আছে ফক্সকন আর পেগাট্রনও। চীনে অ্যাপলের জন্য হার্ডওয়্যার উৎপাদনে শীর্ষে আছে এই দু’টি কোম্পানি। কারখানাগুলো বন্ধ থাকায় থমকে গিয়েছিল বিশ্বব্যাপী অ্যাপলের পণ্য সরববরাহ ব্যবস্থা।
মহামারী শুরু হওয়ার এক বছর আগেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধে আইফোনের বিক্রি কমার আশঙ্কা জানিয়েছিল অ্যাপল। চুক্তিভিত্তিক নির্মাতাদের চীনের কারখানাগুলোয় কাজের পরিবেশ নিয়ে বিভিন্ন সময়ে কঠোর সমালোচনার মুখেও পড়েছে অ্যাপল। কিন্তু পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, অ্যাপল অদূর ভবিষ্যতে চীনের সাথে সম্পর্ক চ্ছিন্ন করতে পারবে না বলেই মত বিশেষজ্ঞদের।
টিম কুক ১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেয়ার কয়েক বছর পরই চীনে হার্ডওয়্যার উৎপাদন শুরু করে অ্যাপল। প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে অ্যাপলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নির্মাণেও বড় ভূমিকা রেখেছেন তিনি। আর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেয়ার পর কুক চীনের নির্মাণ কারখানা পরিদর্শনে গেছেন একাধিকবার।
প্রধান নির্বাহীর সাথে চীনের সুসম্পর্ক থাকলেও অ্যাপল বিকল্প বিবেচনা করছে। ভিয়েতনাম ও ভারতের মতো দেশগুলোতে উৎপাদন বাড়ানোর কথা ভাবছে অ্যাপল।
অন্য দিকে যুক্তরাষ্ট্রের বাইরে অ্যাপল পণ্যের সবচেয়ে বড় বাজার চীন। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে আইফোন নির্মাতার জন্য।
অ্যাপল পণ্যের বৈশ্বিক বাজারকে বিবেচনায় নিলে তার এক-চতুর্থাংশই চীনে বলে জানিয়েছেন বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের সাংহাইভিত্তিক স্মার্টফোনের বাজার বিশ্লেøষক অ্যাম্বার লিউ। এ কারণেই চীনের সাথে সুসম্পর্ক ধরে রাখার জন্য অ্যাপলের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে বলে মন্তব্য করেছেন তিনি।
চীনের কঠোর কোভিড নীতিমালাই অ্যাপলের জন্য একমাত্র ঝুঁকি নয়; আছে ভূরাজনৈতিক কলহের বিরূপ প্রভাবের আশঙ্কাও। অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন, পেগাট্রন আর উইসট্রনের মূল কার্যালয় তাইওয়ানেই অবস্থিত; বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ব্যবসার হাব হিসেবে পরিচিত তাইওয়ান। এসব বিবেচনায় আপাতত অ্যাপলের চীনের সাথে সম্পর্ক চ্ছিন্ন করার সম্ভাবনা নেই বললেই চলে।


আরো সংবাদ



premium cement