পুলিশের সার্ভার থেকে ব্যক্তিগত তথ্য চুরি
- আহমেদ ইফতেখার
- ১৬ জুলাই ২০২২, ০০:৩৯
এই ডাটাবেজে কয়েক কোটি কেস রেকর্ড রয়েছে। যেখানে তাদের নাম, ঠিকানা, জন্মস্থান, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরসহ অপরাধসংশ্লিষ্ট তথ্যও রয়েছে। হ্যাকার ফোরামে দেয়া পোস্টটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। হ্যাকারের দেয়া পোস্ট নিয়ে উইবো, উইচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ব্যবহারকারীদের আশঙ্কা তথ্য চুরির বিষয়টি সত্যও হতে পারে।
বেইজিংভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ট্রিভিয়াম চায়নার টেক পলিসি গবেষণা বিভাগের প্রধান কেন্দ্র শেফার জানিয়েছেন, গুঞ্জন থেকে সত্য বিষয়টি বের করে আনা খুবই কষ্টকর। হ্যাকার দেশটির জননিরাপত্তা বিভাগ থেকে যেসব তথ্য প্রাপ্তির দাবি করছে তা যদি সত্য হয়, তাহলে এতে বিভিন্ন সমস্যা তৈরি হবে। প্রথমত, এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ও ক্ষতিকর তথ্য চুরির ঘটনা। যদিও সাংহাই সরকার ও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি। তাছাড়া স্বঘোষিত হ্যাকার চায়না ড্যানের সাথে যোগাযোগ করা যায়নি। এশিয়ার একটি দেশের ১০০ কোটি অধিবাসীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ার বিষয়টি থ্রেট ইন্টেলিজেন্সে শনাক্ত হওয়ার পর ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ইউজার ভেরিফিকেশন প্রক্রিয়া জোরদার করা হয়েছে। চীন যখন দেশটির অধিবাসীদের অনলাইনে সংরক্ষিত তথ্যের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে তখনই তথ্য চুরির বিষয়টি সামনে এলো। নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে দেশটির সরকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণে আরো নিরাপদ ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা