কণ্ঠ নকলের সক্ষমতা আসছে অ্যালেক্সায়
- প্রযুক্তি ডেস্ক
- ২৫ জুন ২০২২, ০০:০০, আপডেট: ২৪ জুন ২০২২, ২১:৩২
ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সাকে যে কারো কণ্ঠ নকল করার সক্ষমতা দিতে চায় অ্যামাজন। এক মিনিটেরও কম সময়ের অডিও ফাইল শুনে তার অনুকরণে নিজের কণ্ঠস্বর পাল্টাতে পারবে অ্যালেক্সা। এই ফিচারটি চালু হলে, ব্যবহারকারী অ্যালেক্সার মাধ্যমে কার্যত পরিবারের প্রয়াত সদস্যদের কণ্ঠও নিয়মিত শোনার সুযোগ পাবেন।
অ্যালেক্সা যেন এক মিনিটেরও কম সময়ে অডিও শুনে যেকোনো কণ্ঠ নকল করতে পারে, তার জন্য অ্যামাজন নতুন প্রযুক্তি নির্মাণ করছে বলে নিশ্চিত করেছেন কোম্পানিটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রোহিত প্রাসাদ। তিনি বলেন, মূল লক্ষ্য হচ্ছে মহামারীতে ভালোবাসার মানুষদের মধ্যে অনেককে হারালেও স্মৃতিগুলোকে টিকিয়ে রাখা। ফিচারটি কবে নাগাদ বাজারে আসতে পারে, সে প্রশ্নের উত্তর এখনো দেয়নি অ্যামাজন।
নতুন ফিচারটি নিয়ে অ্যামাজন এমন এক প্রযুক্তির দিকে হাঁটছে যা সাম্প্রতিক বছরগুলোতে কঠোর সমালোচনার মুখে পড়েছে। আইনপ্রণেতা ও নীতিনির্ধারকদের চাপ ও শাস্তিমূলক পদক্ষেপের শঙ্কায় কণ্ঠ নকল করতে সক্ষম নিজস্ব সফটওয়্যারটির সম্ভাব্য ক্রেতা নির্বাচনে বিধিনিষেধ দিয়েছে মাইক্রোসফট।
বাকপ্রতিবন্ধকতা মোকাবেলায় এই প্রযুক্তির ব্যবহারের কথা বলা হলেও সমালোচকদের আশঙ্কা, কণ্ঠ নকল করে ভুয়া রাজনৈতিক প্রচারণা চালানোর কাজে ব্যবহৃত হতে পারে এই প্রযুক্তি।
যদিও অ্যামাজন আশা করছে নতুন প্রকল্পটি ক্রেতার জীবনে অ্যালেক্সার সর্বব্যাপী উপস্থিতি প্রতিষ্ঠা করতে কাজে আসবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা