ইউটিউবে আসছে কারেকশনস ফিচার
- প্রযুক্তি ডেস্ক
- ১৮ জুন ২০২২, ০০:০০
ইউটিউব ভিডিওতে ভুল থেকে যাওয়া নির্মাতাদের জন্য নতুন কিছু নয়। তবে, সেই ভুল সংশোধনের ঝক্কিটাও কম নয়। ক্ষেত্রবিশেষে একই বিষয়ে নতুন ভিডিও বানিয়ে আপলোড করতে হয় কনটেন্ট নির্মাতাকে। এর সবচেয়ে বড় নেতিবাচক দিক হচ্ছে, কমেন্টসহ ভিডিওর অন্যান্য এনগেজমেন্ট মেট্রিক আবার শূন্যের ঘরে নেমে আসে। ইউটিউবে আপলোড করা ভিডিওতে কোনো ভুল তথ্য থাকলে, নির্মাতাদের জন্য সেই ভুল সংশোধনের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন কারেকশনস ফিচার আনছে ইউটিউব।
আপলোড হওয়া ভিডিওতে নির্মাতারা ‘ইনফোকার্ড’ হিসেবে সংশোধনী যোগ করতে পারবেন। কারেকশনস বা সংশোধনীগুলো নির্মাতার নির্ধারিত টাইমস্ট্যাপ অনুযায়ী ইনফোকার্ড হিসেবে স্ক্রিনের ওপরের ডান কোণে চলে আসবে। এরপর দর্শক ওই ইনফোকার্ডে ক্লিক করে নির্মাতার সংশোধনী নোট দেখতে পারবেন।
ইতোমধ্যেই ইউটিউবের সাপোর্ট পেইজে কারেকশনস ফিচার ব্যবহারের ধাপে ধাপে নির্দেশনা পোস্ট করেছে গুগল। এ ছাড়াও, ইউটিউবের ‘ক্রিয়েটর ইনসাইডার’ চ্যানেলে ফিচারটির ব্যবহারের ভিডিও আপলোড করেছে প্ল্যাটফর্মটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা