দূরপাল্লার ড্রোন ট্যাক্সি ভলোকপ্টার
- প্রযুক্তি ডেস্ক
- ১১ জুন ২০২২, ০০:০০
আকাশে উড়তে পারে আমাদের কল্পনার এমন অনেক যানবাহন একসময় রূপালি পর্দায় দেখা মিললেও উড়ন্ত ট্যাক্সি কিন্তু এখন বাস্তবতায় রূপ পেয়েছে। উড়ন্ত ট্যাক্সি এখন আগামী দশকগুলোতে আমাদের যাতায়াত, কর্মজীবন এবং জীবনযাত্রায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। ব্যাটারি প্রযুক্তি, কম্পিউটার এবং বিজ্ঞানের নানা ক্ষেত্রে এতটাই অগ্রগতি হয়েছে যে উদ্ভাবকরা এখন ব্যক্তিগত ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের উড়ন্ত গাড়ি তৈরি করছেন- সেই সাথে এসব গাড়ি আকাশে কোন পথ ধরে চলবে তার পথনির্দেশনা পদ্ধতিও তারা উদ্ভাবন করেছেন। জার্মান-ভিত্তিক কোম্পানি ভলোকপ্টার তাদের ভলোসিটি মডেলের বিদ্যুৎশক্তি চালিত উড়ন্ত ট্যাক্সিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য লাইসেন্স দিয়েছে অনেক আগেই।
সম্প্রতি সেবা চালুর ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়েছে ভলোকপ্টারের ড্রোন ট্যাক্সি। গত মাসে প্রথম স্বল্প দূরত্বের ফ্লাইটের পরীক্ষা চালিয়েছে বলে জানায় জার্মান প্রতিষ্ঠানটি। ভলোকানেক্ট নামে চার আসনের বৈদ্যুতিক ড্রোনটির প্রথম ফ্লাইটটির দৈর্ঘ্য ছিল ২ মিনিট ১৪ সেকেন্ডের। তারপর আরো তিনটি ফ্লাইট চালিয়েছে তারা। ২০২৬ থেকে গ্রাহকদের জন্য ভলোকানেক্ট উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে শহর ও উপশহরের বিভিন্ন গন্তব্যে অল্প সময়ের মধ্যে আকাশপথে ভ্রমণ করা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা