২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আইওএস ১৮.২ হালনাগাদ নিয়ে অসন্তুষ্টি বাড়ছে

আইওএস ১৮.২ হালনাগাদ নিয়ে অসন্তুষ্টি বাড়ছে -

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএস ১৮.২ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। সংস্করণটিতে কাস্টম জেনমোজি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স এবং সিরিতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিললেও মেইল অ্যাপে আনা পরিবর্তনগুলো নিয়ে আইফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। গ্রাহকদের মতে, আইওএস ১৮.২ সংস্করণে মেইল অ্যাপের নকশা এবং কার্যকারিতায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ইনবক্সের শীর্ষে ‘সামারাইজ’ অপশন যুক্ত করার ফলে মেইল অ্যাপ ব্যবহারের পদ্ধতি আগের তুলনায় জটিল হয়ে গেছে।
একজন ব্যবহারকারী জানিয়েছেন, আইওএস ১৮.২ সংস্করণে মেইল অ্যাপের নতুন নকশা বিরক্তিকর। এটি ব্যবহার করতে ইচ্ছা করছে না। আরেক ব্যবহারকারী লিখেছেন, মেইল অ্যাপে এমন সব সুবিধা যুক্ত করা হয়েছে, যা কেউ কখনো চায়নি। এসব সুবিধা ইনবক্সকে প্রায় ব্যবহারের অযোগ্য করে তুলেছে।
যদিও আইওএস ১৮.২ সংস্করণের নতুন কয়েকটি ফিচার বেশ দারুণ। আইওএস ১৮ ব্যবহারকারীরা আইফোনের সাইডে কোনো বাটন না চেপেই রিস্টার্ট করতে পারবেন ফোনটি। নতুন কন্ট্রোল সেন্টারে যোগ হয়েছে বেশ কিছু নতুন বাটন, যার মধ্যে একটি হলো রিস্টার্ট বাটন। আইফোন স্ক্রিনের ওপরে ডান দিক থেকে নিচে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার চালু করুন। এরপর কন্ট্রোল সেন্টারের ডান দিকে একদম ওপরে নতুন রিস্টার্ট বাটন খুঁজে পাবনে সেখানে চেপে ধরে রাখুন। একবার চাপলে কাজ করবে না, চেপে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর পাওয়ার অফ স্লাইডার আসবে সেখান থেকেই রিস্টার্ট করতে পারবেন।
আইওএস ১৮তে হোম স্ক্রিনে অ্যাপের নাম লুকিয়ে ফেলতে পারবেন। আইফোনের ফ্ল্যাশলাইট একটি বড় আপডে পাচ্ছে। আগে শুধু ফ্ল্যাশলাইটের তীব্রতা পরিবর্তন করা যেত। তবে, আইওএস ১৮-এ এখন আলোর বিমের প্রস্থ সামঞ্জস্য করতে পারবেন।


আরো সংবাদ



premium cement
ছেলে আর ফিরবে না জেনেও ‘হালুয়া’ বানিয়ে অপেক্ষায় থাকেন মা জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা রাজনীতিতে আ’লীগের আর ফেরা সম্ভব না : ফজলুর রহমান হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা পৌষের প্রভাতের আলোয় শীতের জয় খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে নয়া দিগন্তের নামে ভুয়া প্রতিবেদন প্রচার পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক এবার ভারত ঘেঁষা মিয়ানমারের চিন রাজ্যের দখল আরাকান আর্মির

সকল