ইতিহাসের শীর্ষ ধনী ইলন মাস্ক
- আহমেদ ইফতেখার
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুসারে, ইলন মাস্কের কোম্পানি টেসলা এবং স্পেসএক্সের বাজারমূল্যের দ্রুত বৃদ্ধিই এই মাইলফলক অর্জনে প্রধান ভূমিকা রেখেছে। ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তার পরই রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার মোট সম্পদ বর্তমানে দুই হাজার ৪৪০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ দুই হাজার ৩০ কোটি ডলার।
ইলন মাস্কের এই বিশাল সম্পদ বৃদ্ধির পেছনে কয়েকটি বিষয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে টেসলার শেয়ারমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে টেসলার বাজারমূল্য প্রায় এক লাখ ৩১ হাজার ৫০০ বা ১.৩১৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
সাম্প্রতিক শেয়ার লেনদেনে স্পেসএক্সের বাজারমূল্য ৩৫ হাজার কোটি ডলারে পৌঁছেছে। মাস্কের ৪২ শতাংশ শেয়ার বৃদ্ধি তার সম্পদে সরাসরি প্রভাব ফেলেছে। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের বাজারমূল্য দ্বিগুণ হয়ে বর্তমানে পাঁচ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।
ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির সাথে যুক্ত হয়েছে তার রাজনৈতিক সক্রিয়তাও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আবার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মার্কিন বাজার পরিস্থিতি তার ব্যবসায়িক স্বার্থের পক্ষে সহায়ক হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইলন মাস্কের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান স্টারলিংক ২০২৪ সালে তার ব্যবসার পরিধি বিস্তৃত করেছে। ভবিষ্যতে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বিমান বা ক্রুজ জাহাজেও পাওয়া যাবে বলে বিশ্লেষকরা মনে করেন। মার্কিন সংস্থা ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুসারে, ২০২৪ সালে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার তিন গুণের বেশি বেড়েছে। গত নভেম্বর মাসের হিসাবে স্টারলিংকের সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ছয় হাজার ৭৬৪। ২০২৩ সালে স্টারলিংক আকাশে এক হাজার ৮৬৬টি স্যাটেলাইট পাঠায়, ২০২৪ সালে আরো ৫১টি স্যাটেলাইট পাঠিয়েছে।
এ বছর স্টারলিংক অনেক নতুন দেশে ইন্টারনেট সংযোগ বিস্তৃতি করেছে। বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা ও জাহাজ কোম্পানির সাথে চুক্তি করেছে। এ বছর আফ্রিকার চাদ, এশিয়ার মঙ্গোলিয়া, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি নতুন এলাকায় স্টারলিংক ইন্টারনেটসেবা চালু করেছে। এ বছর হাওয়াইয়ান এয়ারলাইনস বিনামূল্যে স্টারলিংকের মাধ্যমে বিমানে ইন্টারনেটসেবা চালু করে। ইউনাইটেড এয়ারলাইন্স আগামী বছর তাদের সব ফ্লাইটে ইন্টারনেটসেবা দিতে স্টারলিংকের সাথে চুক্তি করেছে। কাতার এয়ারওয়েজ স্টারলিংকসেবা চালু করেছে।
মার্কিন ধনকুবের ইলন মাস্ক আগেই সম্পদের পাহাড় গড়েছেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সম্পদের পরিমাণ এবার রকেট গতিতে বাড়ছে। শীর্ষ ধনী হিসেবে নিজের গড়া রেকর্ড ইলন মাস্ক নিজেই ভেঙে চলেছেন এবং তাকে আর থামানো যাবে বলেই মনে হচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা