২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা -

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আইনটি পাস হলে দেশটিতে বসবাসকারী ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। পদক্ষেপটি শিশুদের সাইবারবু লিং, মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা ও অনুপযুক্ত কনটেন্ট থেকে রক্ষা করতে নেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
প্রস্তাবিত আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে শিশুরা সোশ্যাল অ্যাপ কিংবা সাইটগুলো ব্যবহার করছে না। প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, এটি অস্ট্রেলিয়ার শিশুদের নিরাপত্তা ও অনলাইন সুরক্ষা নিশ্চিত করার একটি বৃহত্তর উদ্যোগের অংশ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘নতুন আইনটি আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে। আমাদের লক্ষ্য, সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার শিশুদের ক্ষতি প্রশমিত করা। এ আইন তরুণদের অনলাইন প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে। অ্যান্থনি আরো বলেন, ‘অভিভাবকরা তার মতোই সন্তানদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। এ সময় তিনি পরিবারগুলোকে আশ্বস্ত করেন যে সরকার তাদের পাশে রয়েছে ও শিশুদের সুরক্ষার জন্য কাজ করছে।’
অ্যান্থনি বলেছেন, নতুন আইনের আওতায় ব্যবহারকারীদের কোনো শাস্তি দেয়া হবে না। এ আইনের বাস্তবায়ন ও প্রয়োগের দায়িত্ব থাকবে অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘ইসেফটি’ কমিশনারের ওপর। এছাড়া আইনটি পার্লামেন্টে পাস হওয়ার এক বছর পর কার্যকর হবে। এদিকে অধিকাংশ বিশেষজ্ঞই মত দিয়েছেন যে, সোশ্যাল মিডিয়া শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করাই যে সবচেয়ে ভালো সমাধান, এ বিষয়ে অনেকেই একমত নন। তাদের মতে, এসব প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পরিবর্তে কীভাবে এগুলো নিরাপদে ব্যবহার করতে হয় ও অনলাইন জগতের জটিলতা কীভাবে সামলাতে হয়, শিশুদের তা শেখানো উচিত। এদিকে অস্ট্রেলিয়ার শিশু অধিকার সংরক্ষণকারী একটি সুপরিচিত সংগঠন প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে ‘অতি কঠোর’ হিসেবে সমালোচনা করেছে।
নতুন আইনের অনেক বিষয় এখনো আলোচনাধীন। অস্ট্রেলিয়ার সরকার নিশ্চিত করেছে যে, এ নিষেধাজ্ঞা এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা তরুণদের ওপর প্রযোজ্য হবে না। তবে নতুনদের ক্ষেত্রে বয়সসীমা নিয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে সরকার। এমনকি শিশুরা তাদের বাবা-মায়ের অনুমতি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নিশ্চিত করতে হবে যে, তারা শিশুদের প্রবেশ ঠেকানোর জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
যদিও এটি সমস্যার সমাধানে সঠিক উপায় নয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) সোশ্যাল মিডিয়ায় অ্যাকসেস সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পূর্ববর্তী সময় প্রচেষ্টাটি সফল হয়নি বা বাস্তবায়নে ব্যাঘাত ঘটে। প্রস্তাবিত আইনের কঠোর সমালোচনা করেছে অস্ট্রেলিয়ায় শিশু অধিকার নিয়ে কাজ করা বৃহত্তম সংস্থা ‘দ্য অস্ট্রেলিয়ান চাইল রাইটস টাস্কফোর্স’। প্রস্তাবিত আইনটিকে ‘খুব ভোঁতা একটি যন্ত্র’ বলেও উল্লেখ করেছে সংস্থাটি।


আরো সংবাদ



premium cement
দেশে কুয়াশাসহ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অধিদফতর কামালপুর যুদ্ধের দুই বীর মুক্তিযোদ্ধাকে জামালপুর সমিতির সম্মাননা পাকিস্তানের প্রেসিডেন্টের কা‌ছে নবনিযুক্ত বাংলাদেশী দূতের পরিচয়পত্র পেশ বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ বিপিএলের সর্বশেষ খবর দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি হাসিনাপুত্র জয়ের ছেলে আর ফিরবে না জেনেও ‘হালুয়া’ বানিয়ে অপেক্ষায় থাকেন মা জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা রাজনীতিতে আ’লীগের আর ফেরা সম্ভব না : ফজলুর রহমান

সকল