২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্পেকটাকলস গ্লাস আনছে স্ন্যাপ

-

স্পেকটাকলসের প্রথম সংস্করণ এসেছিল ২০১৬ সালে। দীর্ঘ বিরতির পরে স্পেকটাকলসের পঞ্চম প্রজন্মে ‘স্ন্যাপওএস’ নামের নতুন অপারেটিং সিস্টেম যোগ হয়েছে। এ ইউজার ইন্টারফেইস পরিধানকারীর হাত ও কণ্ঠস্বরের বিপরীতে প্রতিক্রিয়া জানিয়ে থাকে। এর অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বিবেচনায় নিয়ে এআর দিয়ে বিভিন্ন ইফেক্ট তৈরির বিষয়টি আরো ভালোভাবে বোঝে বলে কোম্পানির বার্ষিক সম্মেলনে দাবি করেছেন স্ন্যাপের সিইও ইভান স্পিগেল।
নিজেদের অগমেন্টেড রিয়ালিটি গ্লাসের আপগ্রেডেড সংস্করণ আনার ঘোষণা দিয়েছে স্ন্যাপ। দীর্ঘদিন ধরেই নিজেদের মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট ও এর বিভিন্ন অ্যানিমেট করা ফিল্টারের জন্য পরিচিতি পেলেও অগমেন্টেড রিয়ালিটির ক্ষেত্রেও তারা সম্মুখসারিতে আছে, যেখানে ক্যামেরা ও লেন্সের সহায়তায় বাস্তবিক পরিবেশে বিভিন্ন ছবি ও ভিডিওতে ডিজিটাল ইফেক্ট যোগ করার সুবিধা মেলে। এর আগের সংস্করণের বিভিন্ন গ্লাসের তুলনায় নতুন গ্লাসগুলোর ‘ফিল্ড অফ ভিশন’ বড় ও সূর্যালোকে স্বয়ংক্রিয়ভাবেই এর রং পাল্টে যায়। গ্লাসটি প্রাথমিকভাবে গ্রাহকদের কাছে বিক্রি না হলেও নানা ধরনের এআর ফিচার বানান এমন ডেভেলপাররা মাসিক ৯৯ ডলার পরিশোধ করে এটি নিতে পারবেন।


আরো সংবাদ



premium cement