০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৫২, বিজ্ঞান

সপ্তম অধ্যায় : স্বাস্থ্যবিধি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘সপ্তম অধ্যায় : স্বাস্থ্যবিধি’ থেকে আরো ৯টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও ১টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : যক্ষ্মা রোগ কিভাবে ছড়ায়?
উত্তর : যক্ষ্মারোগীর কফ, থুথু, হাঁচি-কাশির মাধ্যমে যক্ষ্মা রোগ ছড়ায়।
প্রশ্ন : কোন মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়?
উত্তর : এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
প্রশ্ন : সংক্রামক রোগ প্রতিরোধের দু’টি উপায় লিখ।
উত্তর : সংক্রামক রোগ প্রতিরোধের দু’টি উপায় হলো-
ক. যেখানে-সেখানে কফ, থুথু না ফেলা।
খ. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
প্রশ্ন : দু’টি সংক্রামক রোগের নাম লিখ।
উত্তর : দু’টি সংক্রামক রোগের নাম হলো- সোয়াইন ফ্লু, হাম।
প্রশ্ন : ইবোলা কী ধরনের রোগ?
উত্তর : ইবোলা ছোঁয়াচে রোগ।
প্রশ্ন : পানিবাহিত রোগ কাকে বলে?
উত্তর : পানিবাহিত রোগ হলো সেসব রোগ, যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে।
প্রশ্ন : তিনটি পানিবাহিত রোগের নাম লিখ।
উত্তর : তিনটি পানিবাহিত রোগের নাম হলো- কলেরা, আমাশয়, ডায়রিয়া।
প্রশ্ন : বয়ঃসন্ধি কী?
উত্তর : বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায়, যখন আমাদের শরীর শিশু আবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়।
প্রশ্ন : বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের কী পরিবর্তন হয়ে থাকে?
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন হয়ে থাকে।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ডেঙ্গু প্রতিরোধে পাঁচটি উপায় লিখ।
উত্তর : ডেঙ্গু প্রতিরোধ করতে হলে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে-
ক. এডিস মশার আবাসস্থল; যেমন- কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার ইত্যাদিতে পানি জমতে দেয়া যাবে না। যেহেতু এসব পানিতে এডিস মশা বংশ বৃদ্ধি করে।
খ. কোনো ময়লা পানিতে এডিস মশা জন্ম নিয়ে থাকলে সেখানে কেরোসিন তেল বা কীটনাশক ছিটিয়ে সেগুলো ধ্বংস করতে হবে।
গ. এডিস মশার জন্মস্থান নষ্ট করতে হবে।
ঘ. ঘুমানোর আগে মশারি টানাতে হবে।
ঙ. এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।


আরো সংবাদ



premium cement
সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যানসার ফাউন্ডেশন তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না : দুলু রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন রাজনীতিতে ফের সক্রিয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে : রফিকুল ইসলাম খান হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে : জাবি ভিসি ছাত্র-জনতার রক্তে অর্জিত বিজয়ের ব্যত্যয় জাতির জন্য আত্মহত্যার শামিল : অ্যাডভোকেট জুবায়ের প্রতি বছর সরকারি চাকরিজীবীদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ ফেনী যুবদলের নেতৃত্বে নাসির-বরাত নীলফামারীতে অর্ধকোটি টাকার হিরোইন আটক

সকল