অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
প্রবন্ধ : বাংলা নববর্ষ- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
- ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : বাংলা নববর্ষ’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২১। কোন মেলাগুলোতে আগের মতো জৌলুশ নেই?
ক) বৌদ্ধ পূর্ণিমা মেলা
খ) অনেক মরদের মেলা
গ) রাঙ্গামাটির মেলা
ঘ) দুর্গাপূজার মেলা
২২। পূর্ববাংলার প্রথম নববর্ষ উদযাপন যে কারণে তাৎপর্যপূর্ণ ছিল-
i) মুসলিম লীগের পরাজয়
ii) যুক্তফ্রন্টের বিজয়
iii) সরকারি ছুটির ঘোষণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৩। ‘ লোভী ব্রাহ্মণ তেনালীরাম’ কী ধরনের গ্রন্থ?
ক) শিশুতোষ
খ) গবেষণাধর্মী
গ) নাটক
ঘ) কাব্য উপন্যাস
উত্তর : ২১. খ, ২২. ঘ, ২৩. ক।