অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
প্রবন্ধ : বাংলা নববর্ষ- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
- ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : বাংলা নববর্ষ’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৬। নববর্ষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি-
ক) উৎসবের দিন
খ) নতুন দিন
গ) ঐতিহ্য
ঘ) অসাম্প্রদায়িক অনুষ্ঠান
৭। নি¤েœর কোনটি সর্বজনীন খেলা?
ক) ক্রিকেট খ) ফুটবল
গ) মোরগের লড়াই
ঘ) হা-ডু-ডু
৮। ‘কারুপণ্য মেলা’ বলতে কী বোঝায়?
ক) কুটির শিল্প
খ) শিল্পিত তৈজসপত্র
গ) কোন দ্রব্যের মেলা
ঘ) বিশেষ ধরনের ভোগ্যপণ্য
৯। বিশ্ববিদ্যালয় ও রমনা বটমূলে লক্ষ মানুষের পদচারণা ঘটার কারণ-
ক) ঐতিহাসিক স্বীকৃতি
খ) অনেক দিনের রীতি
গ) মানুষের আনন্দ
ঘ) আকর্ষণীয় স্থান
১০। বাংলাদেশে বর্তমানকালে নববর্ষ উদযাপন করা হয় কোন আঙ্গিকে?
ক) শান্তিনিকেতনের বরীন্দ্রনাথের ধারায়
খ) বাংলা একাডেমির ধারায়
গ) ছায়ানটের ধারায়
ঘ) বুলবুল ললিত কলা একাডেমির ধারায়
১১। কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি মূলত কৃষকদের নিয়ে তৈরি হয়। উদ্দীপকের সঙ্গে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন উৎসবটির সামঞ্জস্য আছে?
ক) পুণ্যাহ
খ) আমানি
গ) বিজু উৎসব
ঘ) চৈত্রসংক্রান্তি
১২। পয়লা বৈশাখ উৎসবকারীদের পোশাক হচ্ছে-
i) আটপৌরে পাজামা-পাঞ্জাবি
ii) নানা রঙের শাড়ি
iii) লুঙ্গি, ধুতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. ঘ।