২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

নাটিকা : সুখী মানুষ
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘নাটিকা : সুখী মানুষ’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৫। মমতাজ উদ্দীন আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) পশ্চিবঙ্গের মালদহ
খ) চব্বিশ পরগনা
গ) উত্তরবঙ্গের দিনাজপুর
ঘ) ঢাকার মাতুয়াইল
৩৬। সারা দিন বনে বনে কাটলেও লোকটি সুখী মানুষ কেন?
ক) ঘরে কিছু নেই বলে
খ) জামা নেই বলে
গ) সম্পদের মোহ নেই বলে
ঘ) সম্পদ চিরস্থায়ী কিছু নয় বলে
৩৭। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের নিন্মলিখিত উক্তি পাওয়া যায়-
i) জ্বলে গেল
ii) হাড় ভেঙে গেল
iii) আমাকে শ্রান্তি এনে দাও
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩৮। নাটিকায় দ্বিতীয় দৃশ্যটি কোন স্থানে সংঘটিত হয়েছে?
ক) মোড়লের বাড়িতে
খ) হাসু মিয়ার ঘরে
গ) বনের ধারে
ঘ) কবিরাজ খানায়
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
‘দুষ্টু তপু অপরের গাছের আম চুরি করে। একদিন বাগান মালিক তপুকে আমসহ ধরে ফেলে বলেন, অন্যের জিনিস না বলে নেয়া পাপ। তপু তা মানেনি। এক রাতে তপু গাছের মগডালে উঠে আম চুরি করার সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলে। চুরির লোভে পড়ে তপু পঙ্গু হলো।’
৩৯। উদ্দীপকের তপু এবং ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের অশান্তির মূল কারণ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
ক) আর কোনো দিন মানুষের ওপর জবরদস্তি করব না
খ) অন্যায়ভাবে অপরের জিনিস নেয়া অশান্তির মূল কারণ
গ) অন্যের মনে দুঃখ দিলে কোনো দিন সুখ পাব না
ঘ) যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে
৪০। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ‘সুখী মানুষ’ নাটিকার যে ভাবের সাথে সামঞ্জস্যপুর্ণ, তা হলো-
র) অন্যায় করে কেউ রেহাই পায় না
রর) চুরির বিচার বিধাতা করেন
ররর) লোভে পড়ে উভয়ের জীবন ধ্বংস হলো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৪১। মোড়লের যে রোগ হয়েছে তার নাম কী?
ক) জ্বর
খ) আড়মোড়া
গ) হাঁপানি
ঘ) হাড় মড়মড়
৪২। মোড়ল জামা এনে দেয়ার জন্য কত টাকা বখশিশ দেবে বলেছে?
খ) দুইশ টাকা
খ) পাঁচশ টাকা
গ) আটশ টাকা
ঘ) হাজার টাকা
৪৩। মোড়লের বয়স কত?
ক) ৪০ বছর খ) ৫০ বছর
গ) ৬০ বছর ঘ) ৭০ বছর
উত্তর : ৩৫. ক, ৩৬. ক, ৩৭, ক, ৩৮. গ, ৩৯. খ, ৪০. ঘ, ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. খ।


আরো সংবাদ



premium cement