২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিআইইউতে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স

-

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের উপদেষ্টা প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক গণেশ চন্দ্র সাহা বলেন, ‘ছাত্রছাত্রীরা একজন পেশাদার প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে পারে এ জন্য গুরুত্ব দিয়ে এ ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে পাঠদান দেয়া হয়। যাতে তারা বর্তমান কর্মক্ষেত্রের প্রতিযোগিতার বাজারে সফলতা অর্জন করতে পারে’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। এখানে আইন, ব্যবসায় প্রশাসন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ফার্মেসি, হিউম্যান রাইটস অব ‘ল’, ইংরেজি, সমাজবিজ্ঞান অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু রয়েছে। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ১১ হাজার। এর মধ্যে ৫ শতাধিক বিদেশী ছাত্রছাত্রী রয়েছে। এখানে শিক্ষকের সংখ্যা প্রায় ২৫০ জন। ভাইস চ্যান্সেলর হিসেবে রয়েছেন বুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি জানান, আমার বাবা মরহুম অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারী নিন্মবিত্ত পরিবারের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে এটি প্রতিষ্ঠা করেন। তাই অন্যান্য ইউনিভার্সিটির কোর্স ফি’র চেয়ে তুলনামূলক এখানে কম। এর পরও আমরা সুনামে সাথে ইউনিভার্সিটির সব কোর্স পরিচালনা করে আসছি। সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে না। এখানে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স ফি তিন লাখ ৯০ হাজার টাকা। ডিপ্লোমাধারীদের জন্য সান্ধ্যকালীন কোর্সের জন্য টিউশন ফি তিন লাখ ১৫ হাজার টাকা। বিদেশী ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি ছয় লাখ টাকা। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস. কাদির পাটোয়ারী বলেন, ১৯৯৫ সালে ‘জ্ঞানই শক্তি’ স্লোগান সামনে রেখে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ স্লোগানের গুরুত্ব বহন করে পাঠ্যক্রম চালু রয়েছে । শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে আমরা আপস করি না। যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০, ০১৬১১৩৪৮৩৪৪-৮, ০১৯৩৯৮৫১০৬১-৪। Website: www.diu.ac


আরো সংবাদ



premium cement
নাটোরের সেই তরুণ দাস মন্দিরের পাহারাদার নয়, ছিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত : মোবারক হোসাইন নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র! হাসিনা যত টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত : টুকু খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’

সকল