২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৪০, বিজ্ঞান

পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে আরো ১টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর এবং ১০টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বায়ুকে পদার্থ বলার পাঁচটি কারণ লিখ।
উত্তর : বায়ু একটি পদার্থ। কারণ-
১. বায়ুর ওজন আছে।
২. বায়ুর আয়তন আছে।
৩. বায়ু স্থান দখল করে।
৪. বায়ু বল প্রয়োগে বাধার সৃষ্টি করে।
৫. তাপ প্রয়োগে বায়ুর অবস্থার পরিবর্তন হয়।
আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে ২১টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
১. বিদ্যুৎ চমকানোর পেছনে--- শক্তি কাজ করে।
উত্তর : বিদ্যুৎ চমকানোর পেছনে তড়িৎ শক্তি কাজ করে।
২. সাইকেল চালাতে--- শক্তি কাজ করে।
উত্তর : সাইকেল চালাতে পেশি শক্তি কাজ করে।
৩. বৈদ্যুতিক বাতি জ্বালালে--- শক্তি--- শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর: বৈদ্যুতিক বাতি জ্বালালে গতিশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়।
৪. শক্তি--- করা বা--- করা যায় না।
উত্তর: শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না।
৫. পদার্থ--- দিয়ে গঠিত।
উত্তর: পদার্থ পরমাণু দিয়ে গঠিত।
৬. তাপ দিলে পদার্থের--- পরিবর্তন ঘটে।
উত্তর: তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে।
৭. শক্তি হচ্ছে পরিবর্তনের---।
উত্তর: শক্তি হচ্ছে পরিবর্তনের সংঘটক বা এজেন্ট।
৮. পদার্থের ওজন আছে এবং পদার্থ--- দখল করে।
উত্তর: পদার্থের ওজন আছে এবং পদার্থ জায়গা দখল করে।
৯. শক্তিকে আমরা শনাক্ত করতে পারি--- ওপরের ক্রিয়া থেকে।
উত্তর: শক্তিকে আমরা শনাক্ত করতে পারি বস্তুর ওপরের ক্রিয়া থেকে।
১০. আমাদের সমস্ত কাজকর্ম ,পরিবর্তন ও উন্নয়ন প্রচেষ্টায়--- প্রয়োজন।
উত্তর : আমাদের সমস্ত কাজকর্ম ,পরিবর্তন ও উন্নয়ন প্রচেষ্টায় শক্তি প্রয়োজন।


আরো সংবাদ



premium cement
যশোরে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ অন্তর্বর্তী সরকারকে আরো ২ বছর সময় দিতে হবে : ভিপি নুর সতর্ক থাকুন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে : মির্জা ফখরুল নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপক আতাউরকে সাময়িক অব্যাহতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নাসিমুল গনি রাজশাহীতে রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল সবার সহযোগিতায় দুর্নীতিমুক্ত ও ক্রিয়েটিভ বাংলাদেশ গড়তে চাই : শিশির মনির মিরসরাই পৌরসভার সাবেক মেয়রের ওপর হামলা ‘বিচারের পরেই আওয়ামী লীগ ফিরতে পারবে’

সকল