সমসাময়িক বিষয়ের বই-আপন ভাবনা
- ০৮ আগস্ট ২০২৩, ০০:০৫
নান্দনিক প্রচ্ছদ ও অফসেট পেপারের সুন্দর মোড়কে রাষ্ট্র, সমাজ, পরিবার, খেলা, রাষ্ট্রপ্রধান ও অভিনেতা-অভিনেত্রীসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর নিজস্ব মতামত নিয়ে দুইশত’র বেশি লেখা নিয়ে লেখক সুপ্রিয় কুমার চক্রবর্তীর ‘আপন ভাবনা’ বইটি মহাকাল প্রকাশনা থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে। বইটির শুরুতে স্ত্রীর প্রতি লেখকের অসীম ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন লেখনির মাধ্যমে। বইটিতে লেখক করোনাকালীন শিক্ষা, ব্যক্তিগত বিষয়গুলোর কী করা উচিত, হলিডে স্পেশালে সোশ্যাল মিডিয়ার বর্তমান অবস্থা ও আলোকিত ঘর নিয়ে লিখেছেন। এছাড়া বইটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়, চীন-ভারত উত্তেজনা, রেসিজম ও জর্জ ফ্লয়েড, মাতৃছায়ায় লেখক নিজের জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন, নেক্সট জেনারেশনের গল্প, বাংলা ছবি ও বাংলা গান, হ্যাপি ফ্রাইডে-ফুল ফ্রি ডে, আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস, ভালোবাসার ধর্ম, জিরো থেকে হিরো হওয়ার গল্প, পটপরিবর্তন, লকডাউনের শেষ দিনে, মূল্যবোধ, বিউটিফুল বাংলাদেশ, একজন কনসালটেন্ট, রাষ্ট্রের প্রধানমন্ত্রী ও রাজনীতির প্রধানমন্ত্রী, হিরো আলমের উত্থান, পরীক্ষার ফল ও জীবনের দৌড়, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, চেতনা ও ঘুণেধরা সমাজ ব্যবস্থা, খেলার দর্শক ও ভদ্রতা, ধর্ম, উৎসব এবং বিশ্বাস, প্রকৃতির প্রতিশোধ, রাজনীতির বলীর পাঁঠা, হলুদ সাংবাদিকতা, ইসলামিক সভ্যতা ও দুবাই, কথার সাথে কাজের মিল নেই, চকবাচার ট্রাজেডি, বাংলাদেশ পুলিশ ও আমজনতার প্রত্যাশা, প্রতারণার রকম-সকম, প্রকৃতি ও প্রেম, আমাদের নীতি ও আমাদের নৈতিকতা, পারিবারিক বন্ধন ও ভাই-বোন, জীবনের খেরোখাতা শিরোনামে রাষ্ট্র, সমাজ, পরিবার-এর উপর সমসাময়িক নানা বিষয়ের অসংগতি লেখক তার বইতে লেখনির মাধ্যমে তুলে ধরেছেন। বর্তমান সময়ের বিভিন্ন বিষয় নিয়ে জানতে সংগ্রহে রাখার মতো একটি বই ‘আপন ভাবনা’। বইটি পাঠক সমাবেশ, রকমারি ডটকম, নীলক্ষেত ও বাংলাবাজারের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : মহাকাল, কাঁটাবন, ঢাকা। ফোন : ০১৭০১৭৭৮০১৭