২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

প্রবন্ধ : আমাদের লোকশিল্প
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : আমাদের লোকশিল্প’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৩১। বাংলাদেশের কোন শিল্প লোকশিল্প হিসেবে গণ্য?
ক) কুটির শিল্প
খ) চিনি শিল্প
গ) পাট শিল্প
ঘ) বস্ত্র শিল্প
নিচের উপকরণগুলো লক্ষ করো :
i) হাসিয়া ii) টেপা পুতুল
iii) নকশিকাঁথা

৩২। ওপরের কোনটি আমাদের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?
ক) i খ) ii
গ) i, iii ঘ) i, ii ও iii

৩৩। কোনটি দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলে?
ক) কারখানা
খ) কৃষিবিপ্লব
গ) লোকশিল্প
ঘ) খনিজ পদার্থ
৩৪। জীবন গাথা অর্থ কী ?
ক) জীবনের কাহিনী
খ) কালের কাহিনী
গ) বিচিত্রগল্প
ঘ) অতীতের গল্প

৩৫। মানুয়ের চালচলন ও শিল্পসাহিত্যের ওপর কোনটির প্রভাব থাকে?
ক) রাজনৈতিক প্রভাব
খ) ভৌগোলিক অবস্থানের
গ) সামজিক অবস্থান
ঘ) অর্থনৈতিক প্রভাব
৩৬। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় তাঁতশিল্প গড়ে ওঠার কারণ কী?
ক) সভ্যতার বিকাশ ও যোগাযোগের সুবিধা
খ) নির্মলপরিবেশ ও পর্যাপ্ত পানির ব্যবস্থা
গ) ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও পরিস্থিতির জন্য
ঘ) সবকিছু সহজলভ্য ও সহনশীল

৩৭। পুরাতন পালঙ্ক, দরজায় কারুকাজ খচিত কাজকে কী বলে ?
ক) খাসিয়া
খ) হাসিয়া
গ) প্রতীকধর্মিতা
ঘ) ময়ূরাক্ষি

৩৮। ‘সাঙ্গ’ শব্দটির অর্থ কী?
ক) আরম্ভ করা
খ) চালিয়ে যাওয়া
গ) বাকি রাখা
ঘ) শেষ করা

৩৯। প্রকৃত খাদি বা খদ্দর হলো-
ক) তুলা দিয়ে সুতা কাটা, যন্ত্রচালিত তাঁতে প্রস্তুত
খ) তুলা দিয়ে সুতা কাটা, হস্তচালিত তাঁতে প্রস্তুত
গ) বিদেশী তুলা দিয়ে সুতা কাটা, হস্তচালিত তাঁতে প্রস্তুত

৪০। কুটির শিল্পের জন্ম হয়েছে মূলত-
ক) বাণিজ্যিক উদ্দেশ্যে
খ) মানুষের দৈনন্দিন প্রয়োজন পূরণের উদ্দেশ্যে
গ) মানুষের শখ পূরণের জন্য
ঘ) শিল্প উন্নয়নের জন্য

উত্তর : ৩১. ক, ৩২. খ, ৩৩. গ, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. গ, ৩৭.খ, ৩৮. ঘ, ৩৯. খ, ৪০. গ।


আরো সংবাদ



premium cement
পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ মাগুরার মহম্মদপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর চট্টগ্রাম বন্দরের স্থাপনা ব্যক্তিমালিকানায় দেয়ার প্রতিবাদে বিক্ষোভ ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রাম উদ্বোধন করল ইস্টার্ন ব্যাংক সাস্টেনেবল ইন্স্যুরেন্স কোম্পানির স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ মেঘনা ব্যাংকের ‘হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪’ আয়োজন ইসলামিক ফাউন্ডেশনের নয়া পরিচালক ছালাম খান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সিএসই’র অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের অগ্নিবীমা দাবির চেক হস্তান্তর

সকল