পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৩৪, ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস- মো: মাছুদুল আমীন শাহীন, অধ্যক্ষ, শাহীন ক্যাডেট স্কুল, টাঙ্গাইল
- ০১ আগস্ট ২০২৩, ০০:০৫
প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস’ থেকে আরো ১৮টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন : ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ---।
উত্তর : ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ইমান।
প্রশ্ন : আমাদের মাথার উপরে--- আকাশ।
উত্তর : আমাদের মাথার উপরে নীল আকাশ।
প্রশ্ন : আল্লাহ তায়ালার অনেক ---নাম আছে।
উত্তর : আল্লাহ তায়ালার অনেক গুণবাচক নাম আছে।
প্রশ্ন : আমরা সকলেই শ্বাস নেই ও ---ফেলি।
উত্তর : আমরা সকলেই শ্বাস নেই ও নিঃশ্বাস ফেলি।
প্রশ্ন : গাছপালা, লতাপাতা --- ছাড়া বাঁচতে পারে না।
উত্তর : গাছপালা, লতাপাতা পানি ছাড়া বাঁচতে পারে না।
প্রশ্ন : পানি---দান।
উত্তর : পানি আল্লাহর দান।
প্রশ্ন : বিশুদ্ধ --- ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।
উত্তর : বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।
প্রশ্ন : আল্লাহ তায়ালা অপচয়কারীকে---করেন না।
উত্তর : আল্লাহ তায়ালা অপচয়কারীকে পছন্দ করেন না।
প্রশ্ন : আনুগত্যের জন্য--- প্রয়োজন।
উত্তর : আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন।
প্রশ্ন : আল্লাহ তায়ালার গুণে---গুণান্বিত করতে হবে।
উত্তর : আল্লাহ তায়ালার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে।
প্রশ্ন : আল্লাহ তায়ালা আমাদের---।
উত্তর : আল্লাহ তায়ালা আমাদের রব।
প্রশ্ন : আমরা একমাত্র আল্লাহ তায়ালার---করব।
উত্তর : আমরা একমাত্র আল্লাহ তায়ালার আনুগত্য করব।
প্রশ্ন : আমরা কথা দিয়ে কথা---।
উত্তর : আমরা কথা দিয়ে কথা ভঙ্গ করব না।
প্রশ্ন :---ফল হল মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
উত্তর : ইমানের ফল হল মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
প্রশ্ন : আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে---।
উত্তর : আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম।
প্রশ্ন : আমাদের রব---।
উত্তর : আমাদের রব আল্লাহ তায়ালা।
প্রশ্ন : নিশ্চয়ই---সব শোনেন, সব দেখেন।
উত্তর : নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন।
প্রশ্ন :--- ও---সব কিছু আল্লাহর শক্তির অধীন।
উত্তর : আকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহর শক্তির অধীন।