পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৩৩, ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস- মো: মাছুদুল আমীন শাহীন, অধ্যক্ষ, শাহীন ক্যাডেট স্কুল, টাঙ্গাইল
- ২৭ জুলাই ২০২৩, ০০:০৫
প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস’ থেকে আরো ১টি বর্ণনামূলক প্রশ্ন এবং ১০টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : আল্লাহ সর্বদ্রষ্টা- ব্যাখ্যা করো।
উত্তর : মহান আল্লাহ তায়ালা সর্বত্র বিরাজমান। তিনি গভীর সাগর-মহাসাগরের তলদেশে অতি ক্ষুদ্র প্রাণীরা কী করছে তা দেখছেন। আবার ভূপৃষ্ঠের গভীরে কোনো খনিজ সম্পদ কিভাবে আছে তাও তিনি দেখছেন। অমাবস্যার রাতে গভীর অন্ধকারে নিরিবিলিতে আমরা যা কিছু করি সবই তিনি দেখছেন। তাঁর কাছে কিছুই অদৃশ্য থাকে না। আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ তায়ালা মানুষকে সব সময় তাঁর আদেশ-নিষেধ মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন। সমাজে অনেক লোক আছে, যারা অন্যের ক্ষতি করার জন্য গোপনে পরামর্শ করে। সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাদের না খেয়ে থাকতে হয়। একটু পানিও পান করা যায় না। কেউ যদি মনে করে ঘরের মধ্যে লুকিয়ে খাবো। তারা মনে করে কেউ তাদের দেখছে না, জানছে না। কিন্তু তাদের এ ধারণা ভুল। মহান আল্লাহ সবই দেখছেন, সবই শুনছেন। তাঁর জানার বাইরে কিছু নেই। অতএব বলা যায়, আল্লাহ সর্বদ্রষ্টা।
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন : আমরা বিদ্যালয়ের সহপাঠীরা---অর্জন করব।
উত্তর : আমরা বিদ্যালয়ের সহপাঠীরা সহনশীলতার গুণ অর্জন করব।
প্রশ্ন : আল্লাহ সামিউন অর্থ---।
উত্তর : আল্লাহ সামিউন অর্থ আল্লাহ সর্বশ্রোতা।
প্রশ্ন :---অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা।
উত্তর : আল্লাহ বাসিরুন অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা।
প্রশ্ন : আল্লাহ তায়ালার একটি বড় নির্দেশ হলো---।
উত্তর : আল্লাহ তায়ালার একটি বড় নির্দেশ হলো রোজা পালন করা।
প্রশ্ন : ---অর্থ আল্লাহ সর্বশক্তিমান।
উত্তর : আল্লাহ কাদীরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান।
প্রশ্ন : ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে---।
উত্তর : ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত।
প্রশ্ন : আখিরাত বা পরকালীন জীবনের প্রথম ধাপ হলো---।
উত্তর : আখিরাত বা পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর।
প্রশ্ন : আরবি শব্দ মিযান মানে---।
উত্তর : আরবি শব্দ মিযান মানে পরিমাপযন্ত্র।
প্রশ্ন : চিরশান্তির স্থান---।
উত্তর : চিরশান্তির স্থান জান্নাত বা বেহেশত।
প্রশ্ন : ইমান একটি--- শব্দ।
উত্তর : ইমান একটি আরবি শব্দ।