২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

প্রবন্ধ : আমাদের লোকশিল্প
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : আমাদের লোকশিল্প’ থেকে ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের চিত্রটি লক্ষ্য করে প্রশ্নের উত্তর দাও:
১। উপরের চিত্র কোনটিকে সমর্থন করে?
ক) আমাদের কুটিরশিল্প অতুলনীয়
খ) আমাদের লোকশিল্পের সমাদর বিশ্বব্যাপী
গ) তৎকালীন বাঙালিরা শ্রমে পটু ছিল
ঘ) পাল ও কুমোরদের কীর্তি বাঙালির শত বছরের ঐতিহ্যের স্বাক্ষর
২। উপরের চিত্রে প্রদর্শিত বস্তুকে বলা যায়-
ক) হাসিয়া
খ) টেপা পুতুল
গ) মাটির প্রতীকধর্মী শিল্প
ঘ) মনিপুরী
৩। কোন নদীর জলীয়বাষ্প জামদানি শিল্পের জন্য উপযোগী?
ক) বুড়িগঙ্গা খ) শীতলক্ষ্যা
গ) গোমতী ঘ) মেঘনা
৪। লোকশিল্পের ভেতর দিয়ে হৃদয় মনের প্রকাশ হলে তা-
i) শিল্পগুণে সমৃদ্ধ হবে
ii) বিদেশীদের মনে সাড়া জাগাবে
iii) দেশকে বিদেশে পরিচিত করা হবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii
গ) i, iii ঘ) i, ii ও iii
৫। হাতে তৈরি সুতা থেকে কোন জাতীয় কাপড় তৈরি হয়?
ক) মসলিন খ) জামদানি
গ) খদ্দর ঘ) তসর
৬। ‘তৈজসপত্র’ শব্দটির অর্থ কী?
ক) বাসন কোসন
খ) শখের জিনিস
গ) সাজসজ্জার বস্তু
ঘ) শিল্প-সামগ্রী
৭। কাঁসা ও পিতলের তৈরি জিনিসপত্রের ব্যবহার বর্তমানে কোন শিল্পের প্রসারে লোপ পেয়েছে-
ক) কাঠ খ) কাগজ
গ) প্লাস্টিক ঘ) মৃৎ
৮। পিতলের শৌখিন সামগ্রী কোনগুলো?
ক) গ্লাস, বাটি, চামচ
খ) বদনা, জগ, মগ
গ) পুতুল, ফুলদানি, নকশিকাঁথা
ঘ) বালতি, ফুলের টব, হাঁড়ি
নিচের উদ্ধৃতাংশটুকু পড়ে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘বাঙালির খাদি কাপড়ের সমাদর শুধু গ্রামেই নয়, শহরেও। কেননা
এ কাপড়ের তৈরি পোশাক গায়ে মানায় ভালো, পড়তে আরামদায়ক
এবং টেকেও বেশি দিন। আজকালকার বিদেশী পোশাকে চাকচিক্য থাকলেও স্বস্তি নেই।’
৯। উদ্ধৃতাংশে খাদি কাপড়ের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
ক) সমাদর
খ) গুরুত্ব
গ) ঐতিহ্য
ঘ) মর্যাদা
উত্তর : ১. ঘ, ২. খ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. ক, ৯. খ।


আরো সংবাদ



premium cement