২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৭, ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস’ থেকে আরো ১টি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : সারা বিশ্বের পালনকর্তা কে? তাঁর লালন-পালনের একটি বর্ণনা দাও।
উত্তর : সমগ্র সৃষ্টির একমাত্র স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ তায়ালা। তিনি আমাদের পালনকর্তা। তাঁর নেয়ামতের ওপর নির্ভর করে আমরা বেঁচে আছি।
পালনকর্তা : যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের লালন-পালনের সব ব্যবস্থা করেছেন, যাঁর কাছ থেকে আমরা অনুগ্রহ লাভ করি এবং যাঁর অনুগ্রহে বেঁচে আছি, তাঁকেই পালনকর্তা বলে। তাঁর লালন-পালনের বর্ণনা-
খাদ্য : মানুষ, পশুপাখি, গাছপালা, জীবজন্তু সব কিছুই উপযোগী খাদ্যের ব্যবস্থা করেছেন। যেমন- মানুষের খাদ্য, কার্বন ডাই-অক্সাইড, গরু-ছাগলের খাদ্য ঘাসবিচালি ইত্যাদি সব কিছুই আল্লাহর দান।
শ্বাস-প্রশ্বাস : আমাদের শ্বাস-প্রশ্বাসেও আল্লাহর মহিমা রয়েছে। শ্বাস-প্রশ্বাস ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আমরা শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করি এবং প্রশ্বাসের সময় বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড ছাড়ি। গাছপালা শ্বাস-প্রশ্বাসে সেই বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি এবং গাছ বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আমাদের বাঁচায়। তা না হলে এই পৃথিবী বিষাক্ত কার্বন ডাই-অক্সাইডে ভরে যেত। এ পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যেত। এসব আল্লাহর দান।
পানি : পানি ছাড়াও কোনো প্রাণী বাঁচতে পারে না। পানি ছাড়া গাছপালা বাঁচে না। সেই পানি তিনিই আমাদের দিয়েছেন।
সূর্য : পৃথিবীর শক্তির মূল হলো সূর্য। সূর্যের আলো ছাড়া কোনো কিছুই বাঁচতে পারে না। এ সূর্যও আল্লাহর দান। খাদ্য, পানি, আলো, বাতাস, চন্দ্র, সূর্য ইত্যাদি সব কিছুই তিনি আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। তিনিই আমাদের একমাত্র পালনকর্তা।


আরো সংবাদ



premium cement
পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে

সকল