২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-২১, বিজ্ঞান

চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ-বৃদ্ধি
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ-বৃদ্ধি’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৩। কোনটি ফুলের সাহায্যকারী স্তবক?
i. বৃতি ii. দলমণ্ডল iii. পুংস্তবক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ঘ. i ও ii
২৪ ফুলের অত্যাবশ্যকীয় স্তবক-
i. বৃতি ii. পুংস্তবক iii. স্ত্রীস্তবক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। ফুলের কাজ-
i. ফল তৈরি করে ii. বীজ তৈরি করে
iii. পরাগায়নে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। নতুন প্রকরণ সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক. স্ব-পরাগায়ন খ. পর-পরাগায়ন
গ. প্রাণী-পরাগায়ন ঘ. পানি-পরাগায়ন
২৭। কোন উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে না?
ক. সরিষা খ. কুমড়া
গ. ধুতুরা ঘ. পেঁপে
২৮। পতঙ্গপরাগী ফুল কোনগুলো?
ক. সরিষা, অর্কিড
খ. গোলাপ, শিমুল
গ. মাদার, কদম
ঘ. কুমড়া ও তাল
২৯। কোনটি বায়ুপরাগী ফুল?
ক. গোলাপ খ. লালপাতা
গ. সরিষা ঘ. গম
৩০। কোনটি গুচ্ছ ফল নয়?
ক. চম্পা খ. নয়নতারা
গ. আকন্দ ঘ. আনারস
৩১। কোনটি রসালো ফল নয়?
ক. আম খ. জাম
গ. কলা ঘ. সরিষা
৩২। কোনটি নীরস ফল নয়?
ক. শিম খ. ঢেঁড়স
গ. সরিষা ঘ. আম
৩৩। যৌগিক ফল হলো-
i. আনারস ii. কাঁঠাল iii. আম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। বীজের সুচালো অংশের নিকটস্থ ছিদ্রটি হলো-
ক. ভ্রƒণ মূল
খ. হাইপোকোটাইল
গ. মাইক্রোপাইল
ঘ. ট্যোমেন
৩৫। টেস্টা ও ট্যোমেন কোনটির স্তর?
ক. বীজপত্রের খ. ভ্রƒণের
গ. বীজত্বকের ঘ. ভ্রƒণমূলের
উত্তর : ২৩.ঘ, ২৪.গ, ২৫. ঘ, ২৬.খ, ২৭.ঘ, ২৮.ক, ২৯.ঘ, ৩০.ঘ, ৩১.ঘ, ৩২.ঘ, ৩৩.খ, ৩৪.গ, ৩৫.গ।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস

সকল