২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

গল্প : পড়ে পাওয়া
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৯। গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিসের চিত্র ফুটে উঠেছে?
ক) ভালোবাসার
খ) উপহাসের
গ) ঘৃণাবোধের
ঘ) নিষ্ঠুরতার
৪০। ‘কাপালি’ কোন সম্প্রদায়ের হিন্দু বিশেষ?
ক) মৎস্যজীবী
খ) কৃষি জীবী
গ) তান্ত্রিক
ঘ) শ্রমজীবী
৪১। বিধু, সিধু, নিধু, বাদলসহ আরো অনেকে দুপুরের বিকট গরমের পর কোথায় নাইতে গিয়েছে?
ক) সমুদ্র-সৈকতে
খ) নদীর ঘাটে
গ) পুকুর ঘাটে
ঘ) কুয়োর ধারে
৪২। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগল আকাশের কোন দিক থেকে?
ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) দক্ষিণ
৪৩। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য হলো-
i) সততার শিক্ষা
ii) নৈতিক চেতনার বিকাশ
iii) অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
‘হারুন পরীক্ষার ফি দেয়ার জন্য ব্যাগের পকেটে টাকা রেখেছিল। কিন্তু ফি দেয়ার সময় টাকা খুঁজে পায়নি।’
৪৪। উদ্দীপকের ‘হারুন’ চরিত্রের সাদৃশ্য আছে ‘পড়ে পাওয়া’গল্পের কোন চরিত্রের সঙ্গে?
ক) বাদল
খ) নিধু
গ) কাপালি
ঘ) মৌমিতা
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
প্রিতমকে তার বাবা বিদ্যুৎ বিল দেয়ার জন্য ২০০ টাকা দেয়। কিন্তু পথে দুষ্ট বন্ধু রবিন তাকে ঐ টাকা দিয়ে সিনেমা দেখার প্রস্তাব দেয়। প্রিতম তাতে অসম্মত হয়ে রবিনকে সময়ের সদ্ব্যবহারের পরামর্শ দেয়।
৪৫। ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোর বন্ধু এবং রবিনের মানসিকতায় যে পার্থক্য রয়েছে-
ক) নৈতিকতার
খ) বিচক্ষণতার
গ) অসততার
ঘ) চেতনার
৪৬। ‘পড়ে পাওয়া’ গল্প অবলম্বনে প্রিতমকে যার প্রতীক হিসেবে রূপায়ণ করা যায়-
i) নৈতিক বিবেচনাবোধ
ii) কর্তব্যবোধ
iii) কিংকর্তব্যবিমূঢ়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৭। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক) মেঘমল্লার
খ) তৃণাঙ্কুর
গ) পথের পাঁচালী
ঘ) স্মৃতির রেখা
উত্তর : ৩৯. ক, ৪০. গ, ৪১. খ, ৪২. খ, ৪৩. গ, ৪৪. গ, ৪৫. ক, ৪৬. ক, ৪৭. গ।


আরো সংবাদ



premium cement
পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে

সকল