এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক,সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ২২ জুন ২০২৩, ০০:০৫
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২. জনাব মুন্না বছর শেষে লাভ-লোকসান বের করেন। এটি হিসাববিজ্ঞানের-
(ক) উদ্দেশ্য (খ) বৈশিষ্ট্য
(গ) সুবিধা
(ঘ) অসুবিধা
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অর্থসঙ্কটে ‘ক’ সিটি কর্পোরেশন। এ সঙ্কটে পড়ায় কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নেয়া ভবিষ্যৎ তহবিলের (প্রভিডেন্ড ফান্ড) টাকা খরচ করে ফেলেছে সিটি করপোরেশন। সমপরিমাণ অর্থ করপোরেশনের পক্ষ থেকে এই তহবিলে জমা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মীদের আনুতোষিকের (গ্রাচ্যুইটি) টাকাও দিতে পারছে না করপোরেশন। ঠিকাদারদের প্রায় ২০ কোটি টাকার বিল বাকি পড়েছে।
৩. হিসাববিজ্ঞানের কোন উদ্দেশ্যটির অনুপস্থিতির কারণে সিটি কর্পোরেশন আর্থিক সঙ্কটে পড়েছে?
(ক) প্রাতিষ্ঠনিক কাঠামোর বিস্তৃতি
(খ) কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি
(গ) বিজ্ঞান ও প্রযুক্তির অধিক ব্যবহার
(ঘ) সঠিক হিসাবরক্ষণ ও নিয়ন্ত্রণ
উত্তর : ২. ক, ৩. ঘ।