২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-১৪, বিজ্ঞান

তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন’ থেকে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১। সব পদার্থই কী দিয়ে তৈরি?
ক. যৌগিক পদার্থ খ. অণু
গ. আয়ন ঘ. তল
২। পদার্থের অণুগুলো কী অবস্থায় থাকে?
i. গতিশীল ii. চলমান iii. স্থির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩। কোনো পদার্থের বেশি ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়াকে কী বলে?
ক. ইমবাইবিশন খ. ব্যাপন
গ. অভিস্রবণ
ঘ. শোষণ
৪. ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে কী সৃষ্টি হয়?
ক. তাপমাত্রা খ. চাপ
গ. ঘনত্ব ঘ. আপেক্ষিক তাপ

৫. নিচের কোনটি ব্যাপন প্রক্রিয়াকে নির্দেশ করে?
ক. তুঁতে পানিতে দ্রবীভূত হওয়া
খ. কিশমিশের পানি শোষণ
গ. গাছের পানি শোষণ
ঘ. মূল রোম দ্বারা পানি শোষণ

৬. জীবের কোন কাজে ব্যাপনপ্রক্রিয়া ঘটে?
ক. শারীরবৃত্তীয় খ. জৈবিক
গ. জৈব-রাসায়নিক ঘ. কৃত্রিম

৭। গ্লুকোজ জারণে কী ব্যবহৃত হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. অক্সিজেন
গ. পানি
ঘ. আয়রন

৮। প্রাণীদের খাদ্য রক্ত থেকে কোথায় পরিবাহিত হয়?
ক. অনুচক্রিকায়
খ. লোহিত রক্তকণিকা
গ. কোষে
ঘ. লসিকায়

৯। কোনগুলো অভেদ্য পর্দা?
i. পলিথিন
ii.কিউটিনযুক্ত কোষপ্রাচীর
iii. কোষ পর্দা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

১০। কোনটি ভেদ্য পর্দা?
ক. পলিথিন খ. কোষ পর্দা
গ. কোষপ্রাচীর ঘ. সুবেরিনযুক্ত কোষপ্রাচীর
উত্তর : ১.খ, ২.ক, ৩.খ, ৪.খ, ৫.ক, ৬.ক, ৭.খ, ৮.ঘ, ৯.গ, ১০.গ।


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮ নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ২ পারের রোহিঙ্গাদের জাবালিয়ায় ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের বড় হুমকি রাশিয়া : মেলোনি মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিন্দা গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সকল