২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-১২, বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি’ থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব।
বংশগতির জনক কে? ১
খ. মাইটোসিস কোষবিভাজনের ধাপগুলো লিখো। ২
গ. প্রাণীর বংশবিস্তারে উল্লিখিত প্রক্রিয়াটির গুরুত্ব ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘X’-এর মধ্যে অবস্থিত প্রধান উপাদানের অংশসমূহ জীবে কী ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। ৪
উত্তর : ক. বংশগতির জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল।
খ. মাইটোসিস কোষবিভাজনের ধাপগুলো হলো- ১। প্রোফেজ, ২। প্রো-মেটাফেজ, ৩। মেটাফেজ, ৪। অ্যানাফেজ ও ৫। টেলোফেজ।
গ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটি দ্বারা মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়ার অ্যানাফেজ ধাপকে নির্দেশ করা হয়েছে।
প্রাণীর বংশবিস্তারে মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দু’টি অপত্য কোষ সৃষ্টি করে। এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি ঘটে। মাইটোসিস বিভাজনের ফলেই বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়। ফলে বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখতে পারে। জননকোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে এই প্রক্রিয়া প্রয়োজন।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘X’ অংশটি হলো ক্রোমোজোম। এটিকে বংশগতির ভিত্তি বলা হয়। এর মধ্যে অবস্থিত প্রধান উপাদানগুলো হলো ডিএনএ বা ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড। বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর গুরুত্ব অপরিসীম। সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে জিন নামে অভিহিত করা হয়। ডিএনএ অণু হলো জিনের রাসায়নিক রূপ। এ জিনগুলো জীবের যাবতীয় বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ রাখে।


আরো সংবাদ



premium cement
মহেঞ্জোদারো আবিষ্কারের কৃতিত্ব জীবদ্দশায় পাননি যে বাঙালি প্রত্নতাত্ত্বিক বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব : আসিফ নজরুল সীমান্তে বিজিবিকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত : রিজভী জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮ নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ২ পারের রোহিঙ্গাদের জাবালিয়ায় ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

সকল