২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৯, বিজ্ঞান

প্রথম অধ্যায় : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস’ থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. দ্বিপদ নামকরণ কী? ১
খ. শ্রেণিবিন্যাস বিদ্যা বলতে কী বোঝায়? ২
গ. অ প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো। ৩
ঘ. প্রাণী দু’টির মধ্যে কোনটি অধিক উন্নত? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
উত্তর : ক. দু’টি পদের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ।
খ. প্রাণীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে তাদের দলভুক্ত করার পদ্ধতি হলো শ্রেণিবিন্যাস। জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় শ্রেণিবিন্যাসের নীতি, পদ্ধতি, নামকরণের উপায়, নিয়মাবলি ইত্যাদি আলোচনা করা হয় তাকে শ্রেণিবিন্যাস বিদ্যা বলে। এর প্রধান নীতি হলো বৈশিষ্ট্য পর্যালোচনা, ধাপে অন্তর্ভুক্তকরণ, নামকরণ, সংরক্ষণ ও শনাক্তকরণ।
গ. অ প্রাণীটি আর্থ্র্রােপোডা পর্বের।
কারণ : ১। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
২। নরম দেহ কাইটিনসমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
৩। দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে।
ঘ. উপরি উক্ত প্রাণী দু’টির মধ্যে অ প্রাণীটি প্রজাতি, যা আর্থ্রােপোডা পর্বের প্রাণী এবং ই প্রাণীটি কুনোব্যাঙ, যা কর্ডাটা পর্বের প্রাণী। কর্ডাটা পর্বের প্রাণীরা অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নত। তাই কুনো ব্যাঙ, প্রজাপতি অপেক্ষা অধিক উন্নত।
কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য : র. নটোকর্ড হলো একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ। এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রƒণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে।
রর. পৃষ্ঠদেশে একক, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।
ররর. সারা জীবন অথবা জীবনচক্রের কোনো একপর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।
মেরুদণ্ড থাকার কারণে কর্ডাটা পর্বের প্রাণীরা আর্থ্রােপোডা পর্বের প্রাণী অপেক্ষা উন্নত। তাই আমরা বলতে পারি প্রজাপতি অপেক্ষা কুনো ব্যাঙ অধিক উন্নত।


আরো সংবাদ



premium cement
দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা

সকল