২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৬, বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দ্বিতীয় অধ্যায় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ থেকে ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। আওয়ামী লীগ ঢাকা শহরে হরতালের ডাক দেয়-
ক. ২ মার্চ খ. ৩ মার্চ
গ. ৪ মার্চ ঘ. ৭ মার্চ
২। ২৫ মার্চের আক্রমণের পর কারা পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে?
ক. বাংলার শিক্ষক সমাজ
খ. বাংলার ছাত্র সমাজ
গ. বাঙ্গালিরা
ঘ. বাংলার কৃষকেরা
৩। ৭ মার্চের জনসভায় কত লোকের সমাগম হয়?
ক. ৩০ লক্ষ
খ. ২০ লক্ষ
গ. ১৫ লক্ষ
ঘ. ১০ লক্ষ
৪। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রধান কারণ হলো-
ক. শেখ মুজিবের পদত্যাগ নিশ্চিত করা
খ. পুনরায় সামরিক শাসন জারি করা
গ. আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে অনীহা
ঘ. ভুট্টোর পদত্যাগ নিশ্চিত করা
৫। আওয়ামী লীগ নির্বাচিত সদস্যরা ১৯৭১ সালের জানুয়ারি মাসের কত তারিখে রেসকোর্স ময়দানে প্রকাশ্যে শপথ গ্রহণ করে?
ক. ৩ জানুয়ারি
খ. ৫ জানুয়ারি
ঘ. ৬ জানুয়ারি
ঘ. ৭ জানুয়ারি
৬। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন?
ক. এই ভাষণের মাধ্যমে বাঙালির অধিকার আদায় হয় বলে
খ. এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে
গ. এই ভাষণ ছিল বাঙালির প্রেরণার উৎস
ঘ. এই ভাষণ দ্বারা স্বায়ত্তশাসন অর্জিত হয় বলে
৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়?
ক. ১১টি খ. ১০টি
গ. ৯টি ঘ. ৮টি
৮। কোথায় বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়?
ক. আমেরিকায়
খ. ভুটানে
গ. কলকাতায়
ঘ. দিল্লিতে
৯। কবে বাংলাদেশ ও ভারত যৌথ কমান্ড গঠন করে?
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ২০ নভেম্বর
গ. ২৪ নভেম্বর
ঘ. ২১ নভেম্বর
১০। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ কারণ-
ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য
খ. বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য
গ. কঠোর হস্তে বিদ্রোহ দমন করার জন্য
ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য
১১। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. ৪ ডিসেম্বর
খ. ৬ ডিসেম্বর
গ. ৭ ডিসেম্বর
ঘ. ৮ ডিসেম্বর
১২। কবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে?
ক. ১০ এপ্রিল ১৯৭১
খ. ১৭ এপ্রিল ১৯৭১
গ . ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ১৮ ডিসেম্বর ১৯৭১
১৩। বাঙালি জাতিকে অদ্যম বলা হয় কেন?
ক. বাঙালি জাতি সাহসী বলে
খ. বাঙালি জাতি মিশ্র জাতি বলে
গ. বাঙালি জাতি শক্তিশালী বলে
ঘ. বাঙালি জাতিকে কেউ দমাতে পারে না বলে
১৪। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল
উত্তর : ১। ক ২। গ ৩। ঘ ৪। গ ৫। ক। ৬। খ ৭। ক ৮। গ ৯। ঘ ১০। ক ১১। খ ১২। গ ১৩। ঘ ১৪। ক।


আরো সংবাদ



premium cement