পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-১০, বিজ্ঞান
প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ- নূরুন নাহার লাকী, সহকারী শিক্ষক, বাহরাম খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
- ১৬ মে ২০২৩, ০০:০৫
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ’ থেকে আরো ১৬টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : সব প্রাণীই শক্তির জন্য কিসের ওপর নির্ভরশীল?
উত্তর : সব প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল।
প্রশ্ন : উদ্ভিদের কোন অংশে ক্লোরোফিল রয়েছে?
উত্তর : উদ্ভিদের পাতায় ক্লোরোফিল রয়েছে।
প্রশ্ন : ক্লোরোফিলের বর্ণ কিরূপ?
উত্তর : ক্লোরোফিলের বর্ণ সবুজ।
প্রশ্ন : সালোকসংশ্লেষণ কী?
উত্তর : উদ্ভিদের সবুজ পাতায় ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল সূর্যের আলোক শক্তি শোষণ করে পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে। এ প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে।
প্রশ্ন : সালোকসংশ্লেষণ কোথায় ঘটে?
উত্তর : উদ্ভিদের সবুজ পাতায় সালোকসংশ্লেষণ ঘটে।
প্রশ্ন : সব জীবের বেঁচে থাকার জন্য কী কী অপরিহার্য?
উত্তর : সব জীবের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য অপরিহার্য।
প্রশ্ন : বাস্তুসংস্থান কী?
উত্তর : কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
প্রশ্ন : প্রাণী কিভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল?
উত্তর : উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। এভাবেই প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল।
প্রশ্ন : উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল।
প্রশ্ন : বীজের বিস্তরণ বলতে কী বুঝ?
উত্তর : মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।
প্রশ্ন : খাদ্যশৃঙ্খল কী?
উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।
প্রশ্ন : খাদ্যজাল কী?
উত্তর : দুই বা ততোধিক খাদ্যশৃঙ্খলের সমন্বয়ে খাদ্যজাল তৈরি হয়।
প্রশ্ন : উদ্ভিদের বীজ কিভাবে সৃষ্টি হয়?
উত্তর : পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
প্রশ্ন : দু’টি জড়ের উদাহরণ দাও।
উত্তর : দু’টি জড়ের উদাহরণ হলো- মাটি ও বায়ু।
প্রশ্ন : দু’টি জীবের উদাহরণ দাও।
উত্তর : দু’টি জীবের উদাহরণ হলো- মানুষ ও পশুপাখি।
প্রশ্ন : উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
উত্তর : উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।