২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-১০, বাংলা

হাতি আর শিয়ালের গল্প, কবিতা : ফুটবল খেলোয়াড়
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘হাতি আর শিয়ালের গল্প’ থেকে আরো ১টি এবং ‘কবিতা : ফুটবল খেলোয়াড়’ থেকে ১টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
হাতি আর শিয়ালের গল্প
প্রশ্ন : ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
(ক) বিদ্যুৎ চমকালে ---- কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
দিগন্তের, অহঙ্কার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড , হুঙ্কার, মেদিনি, তটস্থ , শঙ্কিত
(খ) ---- পতনের মূল।
(গ) কী হয়েছে, এত ---- হয়ে আছ কেন?
(ঘ) বনের সিংহ ---- দিলে মানুষের মনে ভয় জাগে।
(ঙ) নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ---- বাধিয়ে দিয়েছে।
(চ) ---- ওপারে কী আছে কেউ জানে না।
(ছ) মেজাজ ---- বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
(জ) তুমি এত ---- কেন? কী হয়েছে?
উত্তর : ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলো-
(ক) বিদ্যুৎ চমকালে মেদিনি কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
(খ) অহঙ্কার পতনের মূল।
(গ) কী হয়েছে, এত তটস্থ হয়ে আছ কেন?
(ঘ) বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে।
(ঙ) নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাধিয়ে দিয়েছে।
(চ) দিগন্তের ওপারে কী আছে কেউ জানে না।
(ছ) মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
(জ) তুমি এত শঙ্কিত কেন? কী হয়েছে?

কবিতা : ফুটবল খেলোয়াড়
প্রশ্ন : প্রভাতবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন?
উত্তর : জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। আর খেলায় জিততে হলে প্রয়োজন নিয়মিত কঠোর অনুশীলন। প্রভাতবেলায় মাঠে অনুশীলনে যাওয়ার কারণে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে।


আরো সংবাদ



premium cement
এবার বিপিএলে রাজশাহীর হয়ে মাঠে দেখা যাবে হারিসকে গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত রাজনীতিকে দু’ভাগ করা হয়েছে : জি এম কাদের ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ

সকল