২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিআইইউতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

-

‘এখানে যোগ্য শিক্ষক, উন্নত পাঠ্যসূচি, উন্নত ল্যাব এবং উন্নত পদ্ধতির মাধ্যমে ইইই বিভাগ পরিচালিত হচ্ছে। ফলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা যুগোপযোগী জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। এ কথা বলেন, বুয়েট-এর সাবেক ভিসি ও বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এ ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ চালু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত তিনি এ বিভাগের উপদেষ্টা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে আসছেন। অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, এটি একটি ডায়নামিক সাবজেক্ট। বাংলাদেশে এর চাহিদা দিন দিন বেড়ে চলছে। দেশে-বিদেশে ইইই বিষয়ের ডিগ্রিধারীদের দেশে-বিদেশে কর্মসংস্থান হচ্ছে। এসব বিবেচনায় নিয়ে এ ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে।
প্রো-ভিসি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা বলেন, আমরা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা দিয়ে থাকি। ফলে তারা চাকরি-বাকরির প্রতিযোগিতার বাজারে সফলকাম হতে পারছে। ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারেক বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকিয়ে থাকতে সক্ষম হয়, সেভাবে এ ইউনিভার্সিটির ইইই বিভাগের ছাত্রছাত্রীদের গড়ে তোলা হচ্ছে। সবুজে ঘেরা, সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে ঢাকার বাড্ডাস্থ সাঁতারকূলে স্থায়ী ক্যাম্পাসের ৩টি ভবনে এবং একটি টাওয়ারে এ ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম চলছে। এ ইউনিভার্সিটিতে ৫টি অনুষদে ১২টি বিভাগে শিক্ষা দান করা হয়। বর্তমানে এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১০ হাজার। বিশ্বের বিভিন্ন দেশের ৫ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম পি বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমার বাবা অধ্যাপক ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। তা অটুট রেখেই আমরা এ ইউনিভার্সিটি পরিচালনা করে আসছি। মূলত নি¤œবিত্ত পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যই তিনি এটি প্রতিষ্ঠা করেন’। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ডা: এস কিউ পাটোয়ারী বলেন, ‘জ্ঞানই শক্তি’- এই উদ্দেশ্য নিয়ে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা টিউশন ফি কম নিলেও শিক্ষার গুণগতমানের ক্ষেত্রে কখনো আপস করি না। উল্লেখ্য, ইইই দিবা শাখার জন্য এখানে টিউশন ফি নেয়া হয় ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা। ডিপ্লোমাধারীদের জন্য সান্ধ্যকালীন কোর্স ফি নেয়া হয় ২ লাখ ৫০ টাকা। বিদেশী ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি ৬ লাখ টাকা। এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য পরিবহন সুবিধা রয়েছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে স্থায়ী ক্যাম্পাস সাঁতারকূলে আসার জন্য বাস ও শাটল সার্ভিস রয়েছে। এ ইউনিভার্সিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি দেয়া হয়।
যোগাযোগ: মূল ক্যাম্পাস: সাঁতারকূল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪, ০১৩০২৬৯০৩৪০-৯, ০১৬১১৩৪৮৩৪৪-৮। ওয়েবসাইট : www.diu.ac


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত রাজনীতিকে দু’ভাগ করা হয়েছে : জি এম কাদের ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা

সকল