একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রয়োজনীয় বই- দি রয়েল গাইড
- ১১ মে ২০২৩, ০০:০৫
ঘঈঞই প্রবর্তিত সিলেবাস অনুযায়ী ২০২৩ সালের একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স থেকে দি রয়েল গাইড বইয়ের বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র বইগুলো সম্প্রতি প্রকাশ হয়েছে। বইগুলোতে অধ্যায়ভিত্তিক অনুশীলনীর সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নোত্তর ও অতিরিক্ত প্রশ্নোত্তর রয়েছে। বইগুলোতে প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর ব্যাখ্যাসহ দেয়া আছে। ঘঈঞই’র সৃজনশীল প্রশ্নের নমুনার আলোকে প্রতিটি বইয়ে ৯টি বোর্ডের বিগত বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান রয়েছে। এ ছাড়া বইগুলোতে বিষয়ভিত্তিক এমসিকিউ প্রশ্নের চৎধপঃরপব ছঁবংঃরড়হং, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর, অনুশীলনীর সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নোত্তর, সাজেস্টিভ মডেল টেস্ট দেয়া আছে। বইগুলো বাংলাবাজার ও নীলক্ষেতের লাইব্রেরি ছাড়াও সারা দেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।
যোগাযোগ : দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স, ৩৮/৪-ক (মান্নান মার্কেট), বাংলাবাজার, ঢাকা। ফোন : ০১৮১৯১৪৬৮৬৭, ০১৬৭৬৫৩২৪০৭